স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
উইন্ডোজে যে কোন ফোল্ডারের উপ্রে ইন্দুরের (মাউসের) ডান বাটনে চাপা মারলে এক্টা মেনু ওপেন হয় । এতে সেন্ডটু নামে এক্টা অপশন থাকে ।
এই মেনু থেকে আপ্নি কোন ফোল্ডার বা ফাইল সরাসরি সেন্ড করতে পারেন । যেমন ইউএসবি ড্রাইভে । সেন্ডটু মেনুতে বাই ডিফল্ট কয়েকটা আইটেম দেওয়া থাকে ।
এই মেনুতে আপ্নি ইচ্ছা করলে নতুন কোন শর্টকাট এড কর্তে পারেন । যেমন সেন্ডটু ডেক্সটপ এখানে বাই ডিফল্ট শর্টকাট দেওয়া থাকে ।
অর্থাৎ আপনি যদি সেন্ডটু থেকে ডেক্সটপ (ক্রিয়েট শর্টকাট) সিলেক্ট করেন তাহলে ওই ফাইল/ফোল্ডারটার একটা শর্টকাট ডেক্সটপে চলে যাবে । কিন্তু পুরা ফাইল/ফোল্ডারটা ডেক্সটপে যাবে না । এই সেন্ডটু মেনুটাকে কাস্টোমাইজ করার সিস্টেম নিয়েই এই পোষ্ট ।
কাস্টোমাইজ পদ্ধতি:
প্রথমে স্টার্ট বাটনে রাইট ক্লিক করে ওপেন সিলেক্ট করুন ।
যে উন্ডোটা ওপেন হবে তার বাম পাশে ফোল্ডার এর মধ্যে দেখুন সেন্ডটু নামে একটা ফোল্ডার দেখা যাবে ।
ওটা সিলেক্ট করুন ।
এভাবে খুজে না পেলে :C/Users/Useraccount*/AppData/Roming/Microsoft/Windows/SendTo ফোল্ডারে প্রবেশ করুন । এখানে Useraccount হল আপনার কম্পিউটারের ইউজার একাউন্ট নেম ।
এবার এই উইন্ডোর ফাকা জায়গায় ইন্দুরের (মাউসের) ডান বাটনে চাপা মেরে নিউ শর্টকাট সিলেক্ট করুন ।
নতুন উইন্ডোতে ব্রাউজ সিলেক্ট করে আপনি যেই ফোল্ডারটির শর্টকাট সেন্ডটু মেনুতে আনতে চান সেটি সিলেক্ট করে দিন ।
উদাহরন হিসেবে আমি ডেক্সটপ সিলেক্ট করে দিলাম । নেক্সট চেপে ফিনিশ সিলেক্ট করুন । কাজ শেষ ।
এখন আপনি যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করে সেন্ডটু অপশনে ডেক্সটপ পাবেন ।
এভাবে যে কোন ড্রাইভ বা যে কোন ফোল্ডারকে সেন্ডটু মেনুতে আনতে পারেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।