আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ : বাংলা ব্লগগুলো যেভাবে এগিয়ে চলেছে লক্ষ্যের দিকে...

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

বাংলা ব্লগগুলো কিভাবে এগিয়ে চলেছে নিজ নিজ লক্ষ্যের দিকে? চলুন একবার মূল সড়কে নেমে দেখা যাক- ব্যস্ত সড়ক ধরে সামহোয়্যারইন এক্সপ্রেস চলছে তার নিজের মতো করে। সঙ্গে যথারীতি আছেই মডু বনাম ব্লগার মান-অভিমান। চারপাশে লোহার জালি লাগিয়ে সচলায়তনও চলছে যথানিয়মে। সঙ্গে তেলের দাম হু হু করে বাড়ছে বাজারে। সেদিক থেকে প্রথম আলো ব্লগ পরিবেশ সচেতন।

আমরা দেখতে পাচ্ছি, কয়েকজন যাত্রী নিয়ে সর্বশক্তিতে তারা এগিয়ে যাচ্ছে। আমারব্লগও এই ধারার উজ্জ্বল উদাহরণ। ছবিতে দেখতে পাচ্ছি, সামনের রিকশাকে প্রায় ধরে ফেলছে তারা। তুমুল প্রতিযোগিতা! ওদিকে মুক্তাঙ্গন নির্মাণ ব্লগ যান্ত্রিক সভ্যতাকে পাশ কাটিয়ে হেঁটে চলার নীতিতে বিশ্বাসী। ব্যস্ত ব্লগসড়কের পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে তারা এগিয়ে যাচ্ছে।

ভুলে গেলে চলবে না। ব্যস্ত সড়কে সবার সামনে যে বাসটি আমরা দেখতে পাচ্ছি- তার নাম অ্যালেক্সা! গুগলম্যাপে বাংলাব্লগের ব্যস্ত সড়ক দেখতে চাইলে ঠিক এইখানে ক্লিক করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।