আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯ এর নতুন যত এনিমেশন মুভি নতুন মুভির লিং সহ আরেকটি মুভিখোর পোস্ট [আপডেটেড]

Let the wind blow out the candles

নতুন বের হওয়া এনিমেশন মুভিগুলোর কথাই আগে বলি! যারা বাইরে থাকেন দেখে নিতে পারেন এখুনি আর আমার মত বাকিদের ডিভিডি রিপ বের হওয়ার লিংকুর জন্য অপেক্ষার প্রহর শুরু! ডাউনলোড লিংক ক্রমান্বয়ে পোস্টে আপডেটেড করে দেবার চেষ্টা করবো। The Princess and the Frog ওয়াল্ট ডিজনির এই ছবিটি মুক্তি পেয়েছে ১১ই ডিসেম্বর, এখনই র‌্যান্কিং ৭ এর ওপরে, আর পপুলারিটি বাড়ছে ২৮৮% হারে!! এই ছবি তো দেখতেই হবে। রূপকথার সেই ব্যাঙ রাজকুমারীর কাহিনী নিয়ে ছবি, রাজকুমারী হল প্রিন্সেস টিয়ানা আইএমডিবি Alvin and the Chipmunks: The Squeakquel Alvin and the Chipmunks এর আগের পর্বটি এর রেটিং কম হলেও এই পর্বটি জনপ্রিয় হবে বলে আশা করাই যায়। ২৩ এ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটির কাহিনী মোটামোটি এরকম: চরম জনপ্রিয় ইদুর বাহিনী Chipmunks তাদের ব্যস্ত জীবনে আরকেটি মিউজিক গ্রুপ The Chipettes এর সাথে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। আরো মজা হল ... The Chipettes এর সবাই আবার নারী-ইদুর।

তো ছবি দেখলেই জানবেন বাকি কাহিনী..... আইএমডিবি A Christmas Carol চার্লস ডিকেন্স এর ক্লাসিক উপন্যাস অবলম্বনে তৈরি আরেকটি ফাটাফাটি ছবি। রেটিং ৭.১ এবং পপুলারিটিও বাড়ছে ক্রমশ! কাহিনীটা ইন্টারেস্টিং মনে হল, ডিজনির এই ছবিটি মুক্তি পেয়েছে নভেম্বর ৬ এ। আইএমডিবি: http://www.imdb.com/title/tt1067106/ Planet 51 ইন্টারেস্টিং গল্প নিয়ে আরেকটি পপুলার ছবি! রেটিং ৬ এর ঘরে তবে বাড়ছে, মুক্তি পেয়েছে ২০ নভেম্বর। কাহিনী এরকম: এমেরিকান এক এস্ট্রোনাট প্ল্যানেট ৫১ এ ল্যান্ড করে এই ভেবে যে, সেই প্রথম এই গ্রহে পদচিহ্ন আকা মানব সন্তান। তবে দু:খের বিষয় হল... গ্রহের সবুজ বাসিন্দাদের হাতে পড়তে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

আইএমডিবি: http://www.imdb.com/title/tt0762125/ ডাইরেক্ট ডাউনলোড: Click This Link টরেন্ট ডাউনলোড: Click This Link)_R5_DVDRip_XviD-MAX Summer Wars (Samâ wôzu) এই ছবিটার খবর দেওয়ার জন্য স্বাধীনতার বার্তাকে ধইনাপাতা। Kenji Koiso নামের এক গণিত-পাগলার গ্রীষ্মকালীন ছুটিতে নেওয়া এক ইন্টারেস্টিং পার্ট-টাইম জব নিয়ে মুভির কাহিনী। তার জব হল - Natuski নামের মেয়ের পাণিপ্রত্যাশীর ভূমিকায় অভিনয় করা! এর মাঝেই সে জটিল গাণিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে পৃথিবীর সাথে আরেক প্যারালাল জগতের সংঘর্ষ ঘটিয়ে ফেলে! (রেটিং ৭.৪) আইএমডিবি: http://www.imdb.com/title/tt1474276/ Ponyo জাপানীজ ছবি, আর স্বাভাবিক ভাবেই আকর্ষণীয় কাহিনীর। পাচ বছরী এডভেঞ্চার প্রিয় ছোট্ট একটি বালকের গোল্ডফিশ প্রিন্সেস এর সাথে গড়ে ওঠা বন্ধুত্ব নিয়ে, যে কিনা হতে চায় সত্যিকারের মানুষ! আই এম ডি বি: http://www.imdb.com/title/tt0876563/ Fantastic Mr. Fox দুনিয়ার তাবৎ শেয়ালের মত আমাদের মি:ফক্সের জালায় গ্রামবাসীদের দৌড়ের ওপরে থাকতে হয়। আর কতদিন, এবার সবাই জমায়েত হল ফক্স বেটাকে উচিত শিক্ষা দিতে.... আইএমডিবি রেটিং: ৮.৩ (কমছে যদিও) মুক্তি পেয়েছে ২৫ নভেম্বর।

আইএমডিবি লিংক: http://www.imdb.com/title/tt0432283/ নতুন মুভির তালিকায় আর কাউকে যোগ করা গেলনা। এগুলোর ডাউনলোড লিংকের জন্য তাহলে অপেক্ষা করতে থাকুন! আর ২০০৯ তো ভালো এনিমেশন মুভির বছরই হয়ে গেল! ২০০৯ এ বের হওয়া জোশ সব এনিমেশন মুভির তালিকায় থাকবে Up , Mary and Max, Coraline, Monsters vs. Aliens, 9 (Nine) - এনিমেশন প্রেমীদের জন্য প্রত্যেকটা দেখা ফরয! প্রাসঙ্গিক: সবাইকে নিয়ে দেখার মত ফ্যামিলি এনিমেশন মুভি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।