ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
পরিডাঙা মাঠে
-আবু মকসুদ
কাচের জানালা ঠেলে ঢুকে গেলে অনাকাঙ্খিত চাঁদ,
রূপালী ওড়নায় লুকাতে হয় আম্রমুকুল
পরিডাঙা মাঠে শেষ দুপুরটুকুর মতো
নিঃশব্দে অন্তর্গত রাখি হৃদয়ে নিমগ্ন পুকুর
ঘাসে আড়মোড়া শুয়ে সাদাটে বিড়াল,
পাখিদের ডানায় উড়ছে বৃষ্টির ফুল
আলোছায়া পৃথিবীর বিষণ্ন রুমালে, প্রেমকথা
সূর্যকে ঢেকে ফেলে আনন্দবিকেল।
প্রেমকথা মিশে গেলে গোধূলী ধূলায়
ছোট্ট মুঠোয় স্বপ্নও সাঁকো হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।