ধানমন্ডির একটা ব্যাক্তিগত মানে প্রাইভেট বিশ্ব্ববিদ্যালয় এ বিবিএ শেষ বর্ষের শেষ সেমিসটারে পড়তাম । ছন্ন ছাড়া জীবন । গার্ল ফ্রেন্ড এর জন্য মন আকুল আকুল করে । কিন্তু কেন জানি কাওকেই ভালো লাগে না । এক দিন ইউনিভার্সিটির টাকা জমা দিতে আট নম্বরে ঢাকা ব্যাংকে গেলাম, বিরাট লাইন, রেল লাইন এর বোগির মতো , একজন একজন করে লাইন রাস্তা পর্যন্ত চলে এসছে ।
লাস্ট ডেট তাই আজকেই দিতে হবে । রোদের মধ্যে রাস্তায় দাড়িয়ে আছি । কিছুক্ষণের মধ্যে লাইন টা বড় হয়ে গেল। কিছু ছেলে মেয়ে এসে দাড়ালো । লাইন যেনো এগুচ্ছেই না ।
এদিকে রোদ্রের তাপে মাথার উকুন গুলো দিক বেদিক কামড়াতে শুরু করলো, মাথা চুলকাটে চুলকাটে হটাত পেছনে তাকিয়েই একটা মেয়ে দিকে চোখে পড়লো । হাসছে আমার দিকে টাকিয়ে | আশ্চর্য, মাথায় উকুন কামরাতেই পারে তাই বলে উপহাস । কিন্তু মেয়ে টার হাসি টা বুকের ভিতর কোথায় যেনো আটকে গেল । মনের ভিতর বিদ্যুত খেলে গেলো । এক টা মানুষ এত সুন্দর করে হাসে কিভাবে !!! বার বার আড়চোখে তাকাতে থাকলাম, কেন জানি চোখ ফেরালেই মনে হচ্ছে আরেকটু দেখি ।
মেয়ে টার চোখে চোখ পড়তেই দেখি সেও মিটমিট করে হাসে । বুঝে উঠটে পারছিলাম না কিছু, আসলে হচ্ছে টা কি !!! লাইনটা আস্তে আস্তে সামনে এগুচ্ছে, বুঝতে পারছি যে তাকে হারানোর সময় ততো ঘনিয়ে আসছে,, টাকা জমা দিয়ে এসে বাইরে একটু ছায়ায় দাড়ালাম,,,কিন্তু মাথায় কিছুই আসছে না । মনে হচ্ছিলো মেয়ে টাকে না পেলে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলবো । কষ্ট করলে নাকি কেষ্ট মেলে তাই একটু রোদ্রের মধ্যে এসে দাড়ালাম যাতে সব পজিটিভ হয় । একটু পর মেয়ে টা ব্যাংক থেকে বের হলো, মেইন রোড ধরে হাটতে থাকলো সিটি কলেজ এর দিকে ।
পেছন পেছন হাটতে লাগলাম । হঠাত মাথায় কি ভূত চাপলো, দিলাম দৌড়, এক দৌড়ে মেয়ে টার পাশে ।
আমি রোমান, আপনার ইউনি-তেই পড়ি।
- তো ???
আই লাভ ইউ !
- মানে কি??
বাংলায়ই তো বললাম, আমি আপনাকে ভালোবাসি ।
- এতো সাহস কোথ্থেকে পান ???
মন থেকে।
অবাক দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে আমি পাগল ।
- অচেনা একটা মেয়ে কে কেন ভালোবাসেন?? বুঝতে পারছিলাম না এই সময়ে কি বলা উচিত,
জানিনা, হাসি আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে ,
- তাহলে আমার কাছে কি ? হাসির কাছেই যান । মেজাজ টা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে,,
এসময় মানুষ ফাজলামু করে???
- জানিনা !!! বলেই হাটতে শুরু করলো মেয়েটা,,,,
একটু কাছে যেয়েই বললাম আমি আপনাকে অনেক ভালোবাসবো,,,হঠাত দাড়িয়ে গেল মেয়ে টা, আমার দিকে একটু তাকালো, বুঝলাম না কি বোঝাতে চাচ্ছে,.। আবার হাটতে লাগলো,,,,, এই মেয়ে টা পারেও বটে । আবার এগিয়ে গিয়ে জিগগাসা করলাম কিছু তো বলেন আমাকে..
- রোমান, আমার বয় ফ্রেন্ড আছে,
মানে কি?? এতোখ্খন ধরে যে পটাইলাম সব বিফলে ??? আবার সেই অপরূপ হাসি ,
- বিফল হতো না যদি আমার ও না থাকতো ।
মেনে নিতে পারছিলাম না কেন জানি। কেন আমার সাথেই হলো এরকম ,,
এক বুক আশা নিয়ে আপনার কাছে এসছি
নাম টা জানতে পারি আপনার??
- হুম রিমু !
বাহ বেশ সুন্দর নাম।
- আচ্ছা আসি তাহলে ?
আমি রিকসা ঠিক করে দেই?
- ওকে ।
কোথায় যাবেন?
- কমলাপুর রেল স্টেশন ।
ভেগে যাচ্ছেন নাকি???
- হাহাহাহাহা না, নারায়ণ গন্জ আমার বাসা, ট্রেনে করে যাব ।
রিমু কে রিকসায় তুলে দিয়ে, ভালো থাকবেন সবসময়,,,,
- আপনিও ।
ও যখন চলে যাচ্ছিলো মনে হচ্ছিলো কেও যেনো আমর বুকটা চিরে দিয়ে চলে যাচ্ছে ........ কিন্তু ,,,,,,,,
কিন্তু ঘটনা ক্রমে ৩/৪ দিনের মাথায় ওর ফোন নম্বর টা পেয়ে যাই, ৩ বছর পর কাল রাতে ওর সাথে কথা হল। খুব ভালো লেগেছে শুনে যে আমার ভালোবাসার মানুষ টা অনেক ভালো আছে । মাঝে মাঝে ওর বয় ফ্রেন্ড কে খুব হিংসা করি, হয়তো করে যাবো সারা জীবন ।
ভাইয়া/আপুরা, লেখার অভ্যাস নাই, ভালো না লাগলে ক্ষমা করবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।