আমাদের কথা খুঁজে নিন

   

''প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় ''

SHADOW OF LOVE
প্রথমে মানুষ, পরে প্রতিবন্ধী। জন্মগতভাবে রোগাক্রান্ত হয়ে কিংবা দুর্ঘটনার কারনে বিভিন্নজন প্রতিবন্ধীতার শিকার হয়। শ্তধু প্রতিবন্ধীতার কারনে একজন ব্যক্তি অসমর্থ, অক্ষম কিংবা অবহেলার পাএ নয়। তারা যথাযথ শিক্ষা , প্রশিক্ষণ ও সুযোগ পেলে আর দশজনের মত হতে পারে আত্মপ্রত্যয়ী। প্রতিবন্ধীরা সামাজে বোঝা নয় পরিসংখ্যনের দিকে তাকালে তা বুঝা যাবে না।

শ্তধুমাএ ঢাকা বিশ্ববিদ্যলয় থেকেই এ যাবতকাল অনার্সসহ মাস্টার্স ডিগ্রি নিয়েছে শতাধিক প্রতিবন্ধী। শিক্ষক,সংগঠক,সঙ্গীত কিংবা সফল আইনজিবি হিসবে নিজেদেরকে তুলে ধরে তারা প্রতিভার সাক্ষর রয়েছন। আসুন প্রতিবন্ধীদের প্রতি বন্ধুর হাত বাড়িয়ে তাদেরকে মর্যাদার আসনে প্রতিঠ্ঠিত করি। তারা কোন না কোনভাবে আপনার আমার ভাইবোন কিংবা আত্নীয় স্বজন। পারিপার্শ্বিকতা ও পরিবেশ পরিস্হিতি যদিঅনুকূল না হয় তখন তাদের যেটুকু উদ্দমতা ও কর্মস্পৃহা থাকে সেটুকু বাধার প্রাচীরে আবধ হয়ে কাতরাতে থাকে।

তাই প্রত্যেকের উচিত ভালবাসা আর আন্তরিকতা দিয়ে তাদের প্রতিভাটুকুর পূর্ণ বিকাশ যাতে ঘটাতে পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানো। আমি এটুকু বলতে চাই,শতবার করুণা অপেক্ষা একবার সহযোগিতা শ্রেয়। সরকারি বেসরকারি পর্যায়ে কর্মে নিয়োজিত কিছুসংখ্যক প্রতিবন্ধী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজেদের অগ্রগতি প্রানপনে সমাজের কাছে তুলে ধরে মুল স্র্র্র্রোতধারায় প্রবেশ চেট্টা করেছেন। দৃষ্টান্তস্বরুপ প্রতিবন্ধী আইনজিবিদের মধ্যে মোশারফ হোসেন মজুমদার ঢাকার সুপ্রিমকোর্টে এবং খাদেমুল ইলাম চট্টগ্রাম সুপ্রিমকোর্টে যথেট্ট ঢাকার সুখ্যাতি অর্জন করেছেন। আমি ‌দ্‌ট্টিহীন হেলেনকিলার , শারীরিক প্রতিবন্ধী স্টিফেন হকিস্ন,সাহিত্যিক মিলটন ও হোমারের কথা বলছি।

তারা প্রতিবন্ধী ও প্রতিকুলতাকে জয় করে বিশ্বের বুকে স্মরণীয় হয়ে আছেন। তাই সহযোগিতা আর ভালবাসা পেলে প্রতিবন্ধীরা ও এগীয়ে যেতে পারে সবার সাথে সমান তালে.............। তাই আসুন আমরা সকলে মিলে প্রতিবন্ধীদের পাশে এসে দাড়াই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।