উত্তরী বায় কানে কানে বলেয়ায়
বারতা খানা, তোমার নতুন ঠিকানা-
আকাশে মেঘের দেশে। যেন তুমি-
সমুদ্র হতে গিয়ে এভারেষ্টের হীম চুমি
হাওয়ার পাখনায় করে ভর,
উড়িছ গগনে ধুসর ঘন দেয়া।
তাল বনে ছাতকি আমি
কত দিন জল তব হয়নি পেয়া।
আমার হৃদয় প্রেমের কানন-
আকাশের মেঘ হল তব মন,
তোমার প্রণয় যদি জল হয়
তবেই বাঁচিব নাহরে বিলয়-
আমার হবেগ প্রীয়া।
জাগে মোর হীয়া-ঘনঘটা দেখে-
আকাশে তোমার, নাচি "হবোসুখে',
বাতাসে যেমন বনে বনে নাচে
শিশিরতৃষিত কেয়া।
তৃষিত হৃদয় মোর, মেলে ধরি বুক -
পবিত্র বৃষ্টির ফুটা হৃদয়ে ঝরুক।
আকাশে মেঘের দেশে উড়ে যাও
মোর প্রেম, নিয়ে যাও আকুতি খানাও।
কতকাল বসে আছি হায় -
এ মেঘের আশায়,
আমি যেন তার ছুঁয়া পাই।
উঠোক আমার হৃদয়ে ফুটিয়া
সবুজ কোন অবোঝ লতিকা
অমরাবতীর খরা ঘুছে যাক
ফুটোক লতায় রঙ্গীন বিথীকা।
আমার বুকের রক্তেই পাক
সে ফুলের বিথি রক্তিম সুখ,
আমার প্রেমের কাননে সে ফুল
মম নিশ্বাসে শুধুই দুলুক।
""আমার প্রাণের চেতনা শুশিয়া
সে ফুলের হোক নিশ্বেস
তারে সুখ দিয়া সুখে ভরি হিয়া
''যোগল বিলয়'' হোক অবশেষ। ""
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।