বৃহস্পতিবার মোনাকোয় এক জমকালো অনুষ্ঠানে রিবেরির হাতে এই পুরস্কার তুলে দেন ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতি মিশেল প্লাতিনি।
গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্নের ‘ট্রেবল’ অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রিবেরির।
২০১১ সালে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই পুরস্কার প্রবর্তনের পর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরের কোনো ক্লাবের প্রথম ফুটবলার হিসেবে শীর্ষ তিনে জায়গা করে নেন রিবেরি।
প্রথম দুবার পুরস্কার জেতেন মেসি ও তার বার্সেলোনা-সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। মেসি ও রোনালদো এ নিয়ে তিন বারই থাকলেন শীর্ষ তিনে।
জুরিখের অনুষ্ঠানে ২০১৩-১৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র-ও অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী শাখতার দোনেৎস্ক, বেয়ার লেভারকুসেন ও রিয়াল সোসিয়েদাদ।
‘বি’ গ্রুপে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সঙ্গে রয়েছে গ্যালতাসারাই ও কোপেনহেগেন।
‘সি’ গ্রুপের চার দল বেনফিকা, প্যারিস সেইন্ট জার্মেই, অলিম্পিয়াকোস ও আন্ডারলেখট।
বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে ‘ডি’ গ্রুপে রয়েছে সিএসকেএ মস্কো, ম্যানচেস্টার সিটি ও ভিক্তোরিয়া প্লজেন।
‘ই’ গ্রুপে চেলসির সঙ্গী বাছাই পর্ব পেরিয়ে আসা তিন দল শালকে ০৪, বাসেল ও স্টাওয়া বুকুরেশ্ট।
‘এফ’ গ্রুপে বাছাই পর্ব পেরিয়ে আসা আর্সেনালের সঙ্গে রয়েছে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড, মার্সেই ও নাপোলি।
‘জি’ গ্রুপের চার দল পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, জেনিত সেইন্ট পিটার্সবার্গ ও অস্ট্রিয়া ভিন।
‘এইচ’ গ্রুপে বার্সোলোনা ও এসি মিলানের সঙ্গী আয়াক্স আমস্টারডাম ও সেল্টিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।