আমাদের কথা খুঁজে নিন

   

জ্বলবো অনন্তকাল জাহান্নামে...

চলো আবার সবুজ গড়ি

হে মালিক... অবাধ্যতার বিশাল পাহাড় নিয়ে আমি হেটে চলি তোমার পৃথিবীতে। প্রতি ভোর আসে... আসে প্রতি রাত... তবু আমি প্রতিনিয়তই অবাধ্য... অন্ধকারের আঘাতে পর্যদুস্ত আমি... আমি একাই মহা প্রান্তরে আমার কুকির্তি নিয়ে দন্ডায়মান। হে মা'বুদ... আমি জানি আমি ক্ষমা পাওয়ার অযোগ্যতা নিয়েই বাড়িয়ে চলছি আমার বাক্যালাপ। তবু তুমি ছাড়া আর কে আছে আমার অচেনা ভবিষ্যতের ভয়ংকর সময়ে? জড়ানো পদচ্ছায়ায় আমার কোনো স্বজনও আমার পাশে নেই, থাকবেও না- অসহনিয় যন্ত্রণা নিয়ে আমিই কাটাই আমার পোড়া সময়। হে প্রভূ... আমি জানিনা কবে কখন কোথায় কত কি করেছি-- তুমি তো জানো ... সব... যা কিছু আড়াল, যা কিছু প্রকাশ যা কিছু গোপন অন্তরের অন্তরালে... হাজারো বছরে ফুরাবেনা পাপের দীর্ঘ ফিরিস্তি। হে দয়াময়... তোমার দরোজায় হাত পাতা এই ভিখারীকে কি খালি হাতেই ফিরে আসতে হবে...বিশ্ব জাহানের বাদশাহের দরবার হতে? তুমি চাইলে আমি খালিহাতেই ফিরে আসবো বিনা বাক্য ব্যায়ে... আমি জ্বলবো অনন্তকাল জাহান্নামে... যদি এতেই থাকে তোমার সন্তুষ্টি... আমার বলেতো আমাতে কছুই নাই আমি তো শুধুই তোমার সন্তুষ্টি চাই... সনাতন 12:10PM 09/12/2009

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.