আমাদের কথা খুঁজে নিন

   

মশীদের গণকবর-একটি বিভৎস কোবতে...

......আছি আরকি...

চা পানাচ্ছিলাম এক আলোকিত সন্ধ্যেয়, দৃষ্টি নিবদ্ধ খবরের কাগজে। বিশ্বমন্দায় মন্দিত মানব আমি। ভাবছিলাম, 'হায়, একী অদৃষ্টের লিখন!' হয়তোবা আমারই বেদনায় মর্মাহত হয়ে আমারই প্রতিবেশী- কতগুলো মশী চোখের জলে একাকার হয়ে ছুটে এল আমায় শুষে নিতে। পিনপিন শব্দে রা- করি নি, ভাবলাম, হাজার হোক প্রতিবেশী যখন, আসবেই আলাপ করতে। কিন্তু, যখন টের পেলাম, আমারই চা পানে অর্জিত রক্ত মেরে দিচ্ছে ব্যাটা, রাগে মাথায় ধুঁয়া উৎপন্ন হলো।

ঠান্ডা চায়ের কাপটা মাথায় রেখে গরম করে নিলাম। তারপর, হ্যা, তারপর, খু-উ-উ-ব ভেবেচিন্তে, অতর্কিতে থাবা চালালাম মশীকুলের উপর। ঠাস! একটা শব্দ হলো- নিশ্চুপ চারদিক,রুদ্দ্বশ্বাস কৌতুহল- কী হল! কী হল! ভ্রুক্ষেপ নেই আমার। ধীরে ধীরে তুলে আনলাম চোখের সামনে রক্তে রঞ্জিত ঘাতক হাতটা। দেখলাম কিছুক্ষণ চুপচাপ।

লোভ হলো, বড় লোভ হলো আমার! কতদিন পেট পুরে খাইনি...। খুউব সন্তর্পণে দেখে নিলাম চারদিক, তারপর চেটেপুটে খেয়ে নিলাম সবটুকু- রক্ত! মৃতদেহ!! একটা ডানাও পড়ে ছিল না মেঝেতে...। বিশ্বমন্দায় মন্দিত মানব আমি, চুপচাপ বসে আছি পরবর্তী শিকারের অপেক্ষায়। জানি, আমার পেটেই রচিত হবে একদিন- মশীদের গণকবর!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.