আমাদের কথা খুঁজে নিন

   

সাফ ফুটবল: বাংলাদেশের সেমিফাইনাল মিশন



আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বঙ্গবন্ধু সাফ ফুটবলের সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে। আজ ড্র করতে পারলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়ে যাবে। শ্রীলঙ্কা আগের দুই খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে সেমিতে গিয়ে বসে আছে। বাংলাদেশ প্রথম খেলায় ভূটানকে ৪-১ গোলে হারিয়ে এবং দ্বিতীয় খেলায় পাকিস্তানের সাথে গোলশূন্য ড্র করে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দুই খেলায় পাকিস্তানের সংগ্রহ ১ ( বাংলাদেশের সাথে ড্রয়ের সূত্রে )।

ভূটান ০। আজ প্রথম খেলায় পাকিস্তান খেলবে ভূটানের সাথে। অনিশ্চয়তা ও পাকিস্তান ফ্যাক্টর বাংলাদেশের কোচ ও অধিনায়ক খেলা শেষে বলেছেন, বিজয়ের মাসে পাকিস্তানের সাথে হারতে চাননি বলে রক্ষণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সে চাওয়া পূর্ণ হয়েছে। এখন বাকী সেমিতে ওঠার স্বপ্ন।

বাংলাদেশ কোচ কাল বলেছেন বাংলাদেশ আজ জয়ের লক্ষ্যে অলআউট ফুটবল খেলবে। কিন্তু প্রথম দল হিসাবে সেমির টিকিট পাওয়া শক্তিশালী শ্রীলঙ্কার সাথে জয় কি খুব সহজ হবে ? আমার তা মনে হয় না। সে জন্য শেষ ম্যাচে এসেও পাকিস্তান ফ্যাক্টর থেকে যাচ্ছে। কারণ পাকিস্তান আজ খেলছে দুর্বল ভূটানের সাথে। তারা জিতলে তাদের পয়েন্ট হবে ৪।

বাংলাদেশ যদি জিতে যায় কিংবা ড্র করে তাহলে ওদের জয় কোন কাজে আসবে না। কিন্তু বাংলাদেশ যদি দুর্ভাগ্যবশত: হেরে যায় এবং পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ ও পাকিস্তান উভয়ের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে গোল ব্যবধান বিবেচনায় আসবে। বাংলাদেশ যদি ১ গোলে হারে তাহলে পাকিস্তানকে সেমিতে যেতে হলে ভূটানের সাথে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে। অন্যথায় বাংলাদেশই গোল ব্যবধানে সেমিতে চলে যাবে।

আমরা একাত্তরে হারিনি। এবারও হারবো না ইনশাল্লাহ্ । বাংলাদেশের সেমিফাইনাল মিশন সফল হোক এই শুভকামনা রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।