আমি বাংলার...। শহাবাগ প্রজন্ম চত্তর থেকে যে সকল কর্মসুচী ঘোষনা করা হচ্ছে, জাতি আজ তার সাথে সংহতি প্রকাশ করে শাহাবাগে যেতে না পারলেও নিজ নিজ অবস্থান থেকে তা পালন করছে। মনে হচ্ছে এ যেন ইতিহাসের সেই '৫২, '৬৯ বা '৭১ এর মত আরো উত্তাল ইতিহাসের জন্ম দিচ্ছে। মানবতা বিরোদী যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে চায় নতুন প্রজন্ম। গতকাল শাহাবাগের ডাকে সরাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগিত পরিবেশনরে মধ্যদিয়ে নতুন প্রজন্মের আন্দোলনকে সমর্থণ জালেও আমাদের মাদ্রাসা গুলো এই আন্দোলনে সংহতি জানায়নি ।
মাদ্রাসার অনেক শিক্ষার্থী শাহাবাগের প্রজন্ম চত্তরের কর্মসুচীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর করতে চাইলেও প্রশাসনিক কারনে তা বাধা প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল)-দের প্রায় শতভাগ মৌলবাদী ইসলামী রাজনৈতিক সংগঠন গুলোর সাথে সম্পৃক্ত। তারা চান না মাদ্রাসার কোন ছাত্র-শিক্ষক-কর্মচারী মৌলবাদ বিরোধী কোন কর্মসূচী পালন করুক। বর্তমানে মাদ্রসা গুলোতে আরবী শিক্ষার সাথে কিছু সাধারণ বিষয়ও যুক্ত করা হয়েছে। এই সাধারণ বিষয়ের শিক্ষকগণ অনেকটাই প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী মানসিকতার।
কিন্তু শিক্ষা মন্ত্রনালয়ের একটা কালো আইনের কারনে এই সকল প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী সাধারণ শিক্ষকগন প্রশাসনিক পদে উন্নিত হতে পারেন না। আইনটি এরকম য়ে মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল) পদে আরবী বিষয়ে কামিল পাশ বা দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আরবী বা হাদিস বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। মৌলবাদের সূতিকাগার মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর তার পক্ষে প্রগতিশীল চিন্তা করা অলিক কল্পনা মাত্র। তাই আজ শাহাবাগের ডাকে সারাদেশ সাড়া দিয়ে জাগ্রত হলেও মাদ্রাসা গুলোতে এর সম্পূর্ণ বিপরিত অবস্থান দেখি। সময় এসেছে মাদ্রাসা গুলোকে প্রগতিশীলতার দিকে ধাবিত করার।
সে কারনে মাদ্রাসা গুলোর প্রশাসনিক পদের নিয়োগের কালো আইন বাতিল করে বাতিল করে প্রশাসনিক পদে আরবী ও সাধারণ শিক্ষা সবার সমান সুযোগ থাকা এখন সময়ের দাবি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।