রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ রাতটা প্রায় শেষের দিকে । এইটা ভাবারও কোনো প্রয়োজন ছিলো বলে মনে হচ্ছে না , রাত শেষ হলে কি আর না হলেই কি! কিচ্ছু না ! সময়ের হিসেব নিকেশে ২০১১ তেই চুকিয়ে দিয়ে ১৩ তে পা বাড়িয়েছে । বেদনা সিক্ত নীল অপরাজিতা আর কোনো দুক্ষের ধার ধারতে জানেনা, এখানে হয়েছে দুক্ষের অনাকাঙ্খিত নির্মম পরাজয়।
সময় নজরে আসাটা সিগারেট এর শূন্যতাকে একটা কারণ হিসেবে নেয়া যায় তবে মানা যায় না, কেনোনা, দীর্ঘ রাতের ঘুমহীন অবসরে এই শূন্যতায় বহুবার পতিত হতে হয়েছে তখনো এই সময়জ্ঞানটা মাথায় আসেনি!
আজ হঠাৎ করে সময় লক্ষ্য করে কেমন জানি লাগছে নিজের কাছে। অপরাধি অপরাধি! না মটেই না । এই মানব সভ্যতার কাছে সে অপরাধ করতে পারে না কিংবা জানেইনা । কেনো ? মানব সভ্যতা থেকে সে নির্বাসন নিয়েছে বোধি প্রাপ্তির পর থেকেই। তার আগে? তার আগেটা হিসেবে আসার কথা না ।
শিশুরা অপরাধ করতে জানেনা । তাহলে শিশু অপরাধ? মানুষের ভুল উপলব্ধির স্বিকার! তার দায়ভার নেয়ার জন্য আমি কিংবা সে কখনই প্রস্তুত নই থাকার কথাও না। এই রাত্রি দিবসে প্রাপ্তি? আমার কিছুইনা , ফুসফুসের নিকটীন। শুধু শুধু রাত দিন বেঁচে থাকা? অনেকটা তাই, অনেকটা না পুরটাই তাই, কোনো মানে নেই। শুধু শুধু কষ্ট করে লাভ? নেই, ক্ষিতিও নেই।
ক্ষতি নেই? অন্তত আমার নেই। মরে যেতেও কষ্ট বেঁচে থাকতেও কষ্ট, কষ্টই লব্ধি।
বাকিটা সময় তোমার যেমন অভিরুচি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।