আমাদের কথা খুঁজে নিন

   

এরচে বরং দেশীয় শান্টু, ঝন্টু , পিন্টু, নান্টু টাইপের ফুটবল কোচ রাখাই উত্তম।



সাফ চ্যাম্পিয়নশীপ আবারো এসে গেল। গতকাল ঢাকার মাটিতে তিন চারটি দেশ পা রেখেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাকি মালদ্বীপ। ভুলেই গেছিলাম। এখনো কেন জানি মালদ্বীপ বলতেই মনে হয় - আমরা যাদেরকে ৮-০ গোলে হারানোর চিন্তাভাবনা করি।

কিন্তু এই মালদ্বীপ আর সেই মালদ্বীপ নেই। মালদ্বীপ সত্যিই এখন বিরাট মাল! আর ইন্ডিয়ার কথা বলাই বাহুল্য। এইতো কয়েকদিন আগে শক্তিশালী সিরিয়াকে হারিয়ে কী একটা কাপ যেন জিতলো। বাংলাদেশের অন্যতম সফল বিদেশী কোচ জর্জ কোটান কে কাল টিভি চ্যানেলে দেখে অবাক হলাম। জানলাম, তিনি পাকিস্থানের কোচ।

এতো সফল একটা কোচকে কেন বাংলাদেশের কোচ হিসেবে বেশিদিন রাখা গেল না তা এক বিস্ময়। দেখি পাকিস্তান কেমন করে? বাংলাদেশ ডিডোকে বিদায় করে দিল। এই যে রজনী, বুঝলাম বাংলাদেশের সেরা ডিফেন্ডার, কিন্তু রজনীর বিকল্প তৈরী করতে হবে না! রজনী , বিপ্লবদের বাদ দেওয়া যাবে না? এটা কেমন কথা। কাজী সালাউদ্দিন অনেক চেষ্টা করেও ডিডোকে রাখতে পারলেন না। অন্তত: সাফ টুর্ণামেন্টটা টেষ্ট করা যেত।

নতুন প্লেয়ার তুলতে হবে না। এখন নাকি এক সার্বিয়ান কোচ আনা হচ্ছে। লাভ টা কি? তাকেও নিশ্চিতভাবে একসময় বিদায় করে দেওয়া হবে। বাংলাদেশের ফুটবলাররা একবার ল্যাটিন ঘরানার ফুটবল শিখবে আর একবার ইউরোপীয় ঘরানার ফুটবল শিখবে আর মাঠে গিয়ে খিচুড়ি ঘরানার সংকর প্রজাতির ফুটবল উপহার দিবে। বাহ্ চমেতকার।

অল্ডরিখ সোয়াব, অটো ফিস্টার, জর্জ কোটান, আর্জেন্টাইন কোচের নামটা ইয়াদ নাই, শামির সাকির, নইমুদ্দিন, ডিডো- আর কতো কোচ দেখবো আমরা? দেশ টা কি সৌদিআরব হয়ে গেল নাকি? এরচে বরং দেশীয় শান্টু, ঝন্টু , পিন্টু, নান্টু টাইপের ফুটবল কোচ রাখাই উত্তম। এভাবে যদি কোন বিদেশী কোচকেই সময় দেওয়া না হয়, সবাইকে পলিটিক্স করে বিদায় দিয়ে দেওয়া হয়, তবে সাগর দ্বীপের দেশ মালদ্বীপ শুধু এগিয়েই যাবে, আর বাংলাদেশ সাগরের অতল গহীনে পতিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।