আমাদের কথা খুঁজে নিন

   

এইড্স দিবসের ভাবনা; যৌনকর্মীদের সচেতনতা বাড়াতে হবে

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
আজ ডিসেম্বরের প্রথম দিন । বিশ্ব এইডস দিবস । স্বাভাবিকভাবে এই দিন এইডস সম্পর্কে দেশে-বিদেশে নানা কর্মসূচী, সভা-সেমিনার ইত্যাদি এরোগ সম্পর্কে সচেতনা বাড়াবে । আমি যে বিষয় ভাবছি তা হলো আমাদের দেশের অগনিত যৌনকর্মী রয়েছে যাদের এইড্স সম্পর্কে ন্যুনতম ধারনা নেই । যার খবর বিভিন্ন পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক্স মিডিয়া কম হলেও তা বারবার তুলে এনেছে । সাধারণ যৌনকর্মীদের অধিকাংশই আসে নিম্নবিত্ত নানা অভাব অনটনে থাকা সংসার থেকে । যাদের বেশীরভাগই স্কুলের যাওয়ার সুযোগ পায়নি বা পেলেও বেশী দুর এগুতে পারেনি । এরকম অসংখ্য যৌনকর্মী দেশের ১৪টি নিবন্ধিত প্রতিষ্ঠান সহ বিভিন্নভাবে পুরুষের যৌন ক্রিয়া মাধ্যমে এইডসের ঝুঁকিতে রয়েছে । তাই এসব যৌন কর্মদের সচেতন করে তোলা অথবা অবৈধ যৌনাচার বন্ধ করা গেলে এইড্স আতঙ্ক অনেকটা কমে আসবে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।