আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাগুলো কী শিখছে??...



দুই-একদিন আগে বিকাল বেলা অলস সময় কাটাচ্ছিলাম এক বড় ভাই এর বাসায়। কোনো কাজ করার না পেয়ে টিভি ছেড়ে বসে ছিলাম। দাদা চ্যানেল ঘোরাতে ঘোরাতে 'চ্যানেল ওয়ান' এর এক 'বাচ্চাদের প্রোগ্রাম' দেখে একটু থামলো। অনুষ্ঠানের নাম 'গোল্লাছুট'। গোল্লাছুট এর কিশোরী হোস্ট আমাদের নিয়ে গেলো চিড়িয়াখানায়।

সেখানে 'টার্কি' পাখি কে দেখিয়ে স্ক্রিনের একপাশে ছোট্ট করে লিখে দেয়া হলো তিতির পাখি! তিতির পাখি'টা কী, কোন প্রজাতির, দেশি না বিদেশি, কী খায়, কী করে কোনো কিছুর সাথেই 'ক্ষুদে বন্ধু'দের পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন মনে করলো না 'অনুষ্ঠান কর্তৃপক্ষ'। ... এইটুকু হলেও না হয় ব্যাপারটা মাথায় এভাবে জাল বিস্তার করতো না। তারপর যা দেখালো তাতে আমি আমোদিত হবার পরিবর্তে শঙ্কিত হলাম সেই বাচ্চাগুলোরকথা চিন্তা করে যারা এই অনুষ্ঠানটা দেখছে। কিশোরী উপস্থাপিকা'কে দিয়ে বলানো হলো, '' আমাদের তো খেলা-ধুলো করার জন্য ফাঁকা মাঠ নেই, তাই কী আর করা! চলো চার দেয়ালের ভেতরেই যাই! সেখানে বসে ভিডিও গেম খেলি!'......তিন কি চার বছরের একটা বাচ্চা একটা 'ওয়ার গেম' এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দিলো। একদল সৈন্য কীভাবে একটা এলাকাকে বিধ্বস্ত করবে সেটা নিয়েই গেম।

গেমটা দেখেই মনে হলো 'আমেরিকা-ইসরাইল' যুদ্ধের একটা আবহ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানটা দেখতে দেখতেই ভাবতে শুরু করেছিলাম, এখনো ভাবছি, বাচ্চাদের অনুষ্ঠানগুলোতে এসব কী শেখানো হচ্ছে???... বাচ্চাদের অনুষ্ঠানের নামে এগুলো কী-ই বা তৈরি হচ্ছে???...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।