এটা আমার রাজত্ব আজ হতে বহুদিন আগে জেগেছিল- তরুন যুবা ভাষার টানে একসাথে। মাস ছিল ফেব্রুয়ারি, গুলি হয়েছিল- তাজা রক্ত যুবাদের পড়ে রাজপথে। সাল এখন দুই হাজার তের, মাস- সেই ফেব্রুয়ারি, জেগেছে যুবা আবার যুদ্ধ এবার- বিরুদ্ধে শয়তানী শ্বাস, যুবারা প্রস্তুত এখন রক্ত দেবার। রাতের পরে রাত কাটে শুধু নির্ঘুম, স্মৃতিতে ফিরে ফিরে আসে ঐ একাত্তুর। বৃথা যাবেনা রক্ত, হাজারো শহীদের। এসেছে আবার গনজাগরনের ঐ ধুম। প্রস্তুত থাক তোরা- দেশেরই শত্তুর। পারবেনা কেউই ঠেকাতে আমাদের। শামস রাসিদ ১৮ই ফেব্রুয়ারি, ২০১৩।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।