আমাদের কথা খুঁজে নিন

   

কানপুরে রানের বন্যা !



দেড় হাজারের বেশী রানের তোড়ে প্রথম টেস্টের রেজাল্টই ভেসে গিয়েছিলো। কানপুরে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মহেন্দ্র সিং ধোনী টসে জিতে অবিলম্বে ব্যাটিংয়ের ঘোষণা দিলেন। আজো শুরু হলো রানের বন্যা ! দিন শেষে ভারতের সংগ্রহ ৪১৭ ! ( রান রেট ৪.৬৩/ওভার) টেণ্ডুলকার ২০ আর দ্রাবিড় ৮৫ রানে অপরাজিত। এর আগে শেবাগ ১২২ বলে ১৩১ রানের একটা টর্নেডো চালালেন। সাথে ওপেন করতে আসা গাম্ভীর করলেন ১৬৭ রান।

ওপেনিং জুটিতে এসেছে ২৩৩ রান মাত্র ! এই প্রথম ভারত কোন টেস্টের প্রথম দিনেই ৪০০ রানের এভারেস্ট পার হলো ! পরাক্রমশালী শ্রীলঙ্কার কপালে জুটেছে মাত্র ২টি উইকেট। পেস বা ঘূর্ণি কোনটাই কাজে আসেনি। উইকেট দু'টি পেলেন শ্রীলঙ্কার অগতির গতি তামিল তুর্কি মুত্তিয়া মুরলীধরন। দেখা যাক, শ্রীলঙ্কা জয়সুরিয়ার ট্রিপল আর মহানামার ডাবল সেঞ্চুরীর কল্যাণে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৯৫২ রানের যে বিশ্বরেকর্ড করেছিলো এবার ভারত সেটা তাদের বিপক্ষেই ভাংতে পারে কিনা। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যাণ্ডের করা ৯৩৭ রানের পূর্ববর্তী বিশ্বরেকর্ডটি ভেঙ্গেছিলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.