আমাদের কথা খুঁজে নিন

   

তেইশের তেলেসমাতি: তেইশ সম্বন্ধীয় একষটি গবেষণাধর্মী আজাইড়া পোস্ট

আমি বাংলাদেশের একজন গর্বিত দালাল।

সাহিত্যে আমার তেমন দখল নেই। তাই ভূমিকা দিয়ে আপনাদের আর বিরক্ত করছিনা। আসুন ২৩ পয়েন্টে দেখি আমাদের জীবনে ২৩ কীভাবে জড়িয়ে আছে। ১।

ল্যাটিন বর্ণমালায় ২৩টি বর্ণ রয়েছে। ২। মানুষের জিনোমে ২৩ জোড়া ক্রোমোসোম আছে। ৩। নাইট টেম্পলারদের ২৩ জন গ্র্যান্ড মাস্টার ছিলেন।

৪। রূপকথা অনুযায়ী ডাইনীদের সাবাথ হয় ২৩ জুন। ৫। শেক্সপিয়ার জন্ম ও মৃত্যুবরণ করেন ২৩ এপ্রিল। ৬।

শেক্সপিয়ারের লেখা প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে। ৭। গ্রেট শিপ টাইটানিক ১৯১২ সালের ১৫ এপ্রিল (১৫\০৪\১৯১২) সকালে ডুবে যায় এবং ১+৫+০+৪+১+৯+১+২ হচ্ছে ২৩। ৮। তিনজন আমেরিকান প্রেসিডেন্টের নাম ২৩ বর্ণবিশিষ্ট।

তারা হচ্ছেন george herbert walker bush, william jefferson clinton ও franklin delano roosevelt । ৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে usa জার্মানির বিরূদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডিসেম্বর ১১, ১৯৪১ (১১\১২\১৯৪১) এবং ১১+১২ হচ্ছে ২৩। ১০। হিটলার আত্মহত্যা করেন ১৯৪৫ সালের এপ্রিল মাসে (০৪\১৯৪৫) এবং ০+৪+১+৯+৪+৫=২৩।

১১। সন্ত্রাসীরা বৈরুতের usa মেরিন বেরাক আক্রমণ করে ২৩ অক্টোবর ১৯৮৩ ও ২৪১ জন সৈন্য হত্যা করে এবং ২৪-১=২৩। ১২। সম্রাট সিজারকে ২৩বার ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১৩।

মায়ানরা (মায়ান দক্ষিন আমেরিকার বিলুপ্ত একটি জাতি) বিশ্বাস করত ২০১২ সালের ২৩ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ কেয়ামাত সংঘটিত হবে এবং ২০+১+২ দাঁড়ায় ২৩। ১৪। চার্লস ম্যানসন ১২ নভেম্বর জন্ম গ্রহণ করেন এবং ১২+১১=২৩। ১৫। টুইন টাওয়ার সেপ্টেম্বর ১১,২০০১ (১১\০৯\২০০১) তারিখে আক্রমণ করা হয় এবং ১১+০৯+২+০+০+১=২৩।

১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫\০৮\১৯৭৫) নিহত হন এবং ১৫+০৮ হচ্ছে ২৩। ১৭। শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন ২৩ মার্চ, ১৯৪০। ১৮।

ভারত উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় মার্চ ২৩, ১৮৫৭। ১৯। ঐতিহাসিক পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ২৩ জুন ১৭৫৭। ২০। বারবারিয়ানরা সর্বপ্রথম রোম দখল করে ৪১০ সালের ২৩ আগস্ট।

২১। চে গুয়েভারা ১৯৬৭ সালের ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন এবং ১+৯+৬+৭ দাঁড়ায় ২৩। ২২। ২০০০ সালের ১০ নভেম্বর (১০\১১\২০০০) বাংলাদেশ টেস্ট স্টেটাস লাভ করে এবং ১০+১১+২+০+০+০ হচ্ছে ২৩। ২৩।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (২১\০২\১৯৫২)বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অনেক মানুষ প্রাণ দেন এবং ২১+০২ কত হয় তা নিজে হিসাব করে বের করেন। সবকিছুই ২৩ এসে শেষ হয়েছে। আল্লাহ-ই জানেন এটা কি কিছুর আলামত না নিছক-ই কাকতালীয় ঘটনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।