আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাসাগুল শাহাবাগের সাথে সংহতি প্রকাশ করলো কি ?????

Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে গতকাল উড়ল জাতীয় পতাকা ও কন্ঠে জাতীয় সংগীত একযোগে রাজধানীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলতে। শাহাবাগের আন্দলোনের প্রতি এই সংহতি। আর সবার দাবি ছিল মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। অভুতপুর্ব সারা মিলেছিল গতকালের এই শাহাবাগের আন্দলোনের প্রতি সংহতি জানাতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এই কর্মসূচি । গতকালের সব টিভির খবরে স্কুল কলেজ গুলোর এই সংহতি প্রকাশের সংবাদ চিত্র গুলো ভালভাবেই দেশের জনগনকে জানিয়েছে ও দেখিয়েছে ।

আজকের সব খবরের কাগজ গুলতেও স্কুল কলেজ গুলোর সুন্দর ছবি সহ খবর প্রকাশ করেছে। এই সংহতি প্রকাশ করার কথা ছিল এ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর, যার মধ্যে মাদ্রাসাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গতকাল আমার দেখা অনেক টিভি চ্যানলে মাদ্রাসার কোন ছবি দেখতে পাই নাই, এবং আজকেও আমার দেখা কিছু খবরের কাগজেও কোন মাদ্রাসার সংহতি জানানোর ছবি বা খবর দেখতে পেলাম না। আসলে সাধারন জনগন বুঝতে ও জানতে পারলো না, যে মাদ্রাসাগুলতে এই সংহতি প্রকাশ করেছে কিনা। আর মিডিয়াতে না দেখানোর কারন বা খবরের কাগজে খবর না ছাপানোর কারনও বোধগম্য নয়।

এখানেও কি একধরনের সেন্সর কার্যকর ভুমিকা পালন করছে ???? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.