আমাদের কথা খুঁজে নিন

   

কুমাররা সব ফুরিয়ে যাচ্ছে

মানুষ তার আশার সমান বড়...

সময়টা ডিজিটাল হয়ে গেছে। তাই, ঘন্টাখানেক আগেই আমাদের বন্ধু সার্কেলের সবাই ২৫ বছরের সীমানা পেরিয়ে এল। তবে চিন্তার বিষয়, মধ্যবয়সী ভাবনা যাকে বোঝানো হয় তার কোন আলামতই আমাদের মাঝে নেই। আমরা এখনো বেশ সবুজ! কাল কথা হচ্ছিল কুমারত্ব নিয়ে। এটা বিতর্কিত বিষয়।

তবে ধরে নিলাম আমরা তর্কে যাব না। সেকেলে ধারনাকে সঙ্গে নিয়ে ঘুমাবো। সেমতে কথা বলবো কেবল সেকেলে কুমারত্ব নিয়ে। তো, আমরা সবাই যে কুমার তাও না। সার্কেলের কেউ কেউ মুখচোরা, চোখচোরা, পা চোরা আরো রকমারি চোরাই জিনিসে ভর্তি আমাদের বন্ধু সার্কেল।

তাই কুমার জিনিসটারও প্রকারভেদ করা হলো- কুমার সাধারণত ৪ প্রকার- ১. বোকা কুমার ২. নষ্ট কুমার ৩. সন্দেহ কুমার ৪. মৃত কুমার বোকা কুমার হচ্ছে- যারা এখনো ফিজিক্যালি তাদের কুমারত্ব নষ্ট করে নাই (এরা খুউব বোকামো করেছে)। বোকা কুমারে সিরিয়াল করলে সবার আগে আসবে- নির্ঝর এর নাম। সবার শেষে আমার নাম! ১. নির্ঝর ২. মিজান ৩. সাঈদ ৪. মুশফিক ৫. আসাদ ৬. আমি! নষ্ট কুমার হচ্ছে যে কুমার নষ্ট হয়ে গেছে। মানে বিয়ের আগে ইয়ে করে ফেলছে। ১. রাশেদ ২. রাজিব ৩. সানি সন্দেহ কুমার- এ ধরনের কুমার বেশ চালাক।

বুঝা যায় না এরা নষ্ট হয়ে গেছে নাকি এখনো বোকা আছে। এদের সবাই সন্দেহের চোখে দেখে! এ তালিকায় আছে- ১. রাজ্জাক ২. জামি মৃত কুমার- যে কুমার বিয়ে করে ফেলছে। এ তালিকায় আছে- ১. রানা ২. সুজন কুমার বিষয়ক এই পোষ্ট হচ্ছে ২৫ বছরের মধ্যে আমাদের প্রথম পোষ্ট। পরবর্তী আপডেট হয়তো আমি দিব না, হয়তো অন্য কেউ দিবে। কারণ, যে হারে আমাদের বোধের অবক্ষয় হচ্ছে, যে হারে ভালো কিছু বিকৃত হয়ে খারাপ আর খারাপ বিবর্তনের ধারায় মিশে ডিজিটালি ভালো হয়ে যাচ্ছে সে হারে আমাদের বোকা থাকাটা বড্ড বেমানান।

আজ বা কাল, কিংবা যখন তখন হয়ে যেতে পারি সন্দেহ কুমার কিংবা নষ্ট কুমার। আজকের তারিখটা তাই মাইল ফলক হয়ে থাক। হয়তো রোমহর্ষক আবেগ পাশে নিয়ে একদিন এসব পড়বো আবার। রোমাঞ্চিত হব। নষ্টালজিক হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.