আমাদের কথা খুঁজে নিন

   

বল্গার রাজীবের জঘন্য লেখাগুলো কোথায়.....!

I am waiting for someone and I know she will ever come. বল্গার রাজীবে কে নিয়ে গত ১৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত দৈনিক ইনকিলাবে রাজীবের লেখার শিরোনামে যে লেখা প্রকাশিত হয়েছে। আমি তা পড়ে রাজীবকে ভীষণ গালি গালাজ করেছি। আল্লাহ ও রসূলকে নিয়ে যেসব অশ্রাব্য ও কুরুচিপূর্ণ যুক্তিহীন- ভিত্তিহীন লেখা দেখালাম তা দেখে মেজাজ বিগরে গিয়িছিল।সে লেখা পড়ে প্রতিটি আস্তিক নাস্তিক মানুষের মেজাজ বিগরে না যেয়ে পারে না। তাই কৌতূহোলবশত আজকে সরাসরি সে লেখা দেখার জন্য সামুতে থাবা_বাবা নিক খঁজে বের করে তার প্রায় সবগুলো লেখা পড়লাম। কিন্তু কোথাও ইনকিলামে প্রকাশিত লেখার খোঁজ পেলাম না। এর মানে কি ...! সেসব বাজে লেখা তাহলে কে লিখেছে...? রাজীব নাকি রাজীবের শত্রু জামায়ত-শিবিররা ..? রাজিব নাস্তিক সেটা বিশ্বাস করি কিন্তু তার লেখার নামে যে জঘন্যতা প্রচার করা হচ্ছে তার বিশ্বাস তো আমরা করতে পারি না । এর কোন যথার্থ প্রমাণ আমি খুঁজে পায় নি। কারো কাছে যদি রাজিবের সেই ধরনের লেখার লিঙ্ক থেকে থাকে তা দিলে কৃতার্থ হবো। তাহলে নিজে পড়ে দেখে বুঝতে পারব আসল ঘটনা কি...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.