প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে পরীক্ষার প্রশ্নপত্র করার অভিযোগে নবীনগর উপজেলার একটি স্কুলের দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন ও শিক্ষিকা সেলিনা বেগম।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষার প্রশ্নপ্রত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে কটাক্ষ ও অবমাননা করে কোটেশন অন্তর্ভুক্ত করা হয়।
প্রশ্নে লেখা ছিলো, আমেরিকা থেকে মতিয়া তার বান্ধবী হাসিনাকে চিঠি পাঠিয়ে তাতে বললো, এখন ইন্টারনেটেও চিঠি পাঠানো যায়। তুমি ইন্টারনেটে চিঠি পাঠাও।
কিন্তু হাসিনা ইন্টারনেট চেনে না।
এই প্রশ্নপত্র পেয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
ওসি জানান, এ ঘটনায় নবীনগর থানার উপপরিদর্শক প্রভাষ কুমার ধর বাদি হয়ে একটি মামলা করেছেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করায় কয়েকদিন আগে চট্টগ্রামেও এক স্কুল শিক্ষক গ্রেপ্তার হন।
তথ্য সুত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।