অনেকদিন ধরেই পড়ছি, ভাবছি এবার লেখা শুরু করা দরকার, আমার মতামত দেবার সময় হয়ত এসেছে। আশা করছি আমার লেখা পছন্দ হবে না সবার। -এটাই আমার সার্থকতার মাপকাঠি।
গতকাল ১৯ নভেম্বর ২০০৯, সুপ্রিমকোর্টে একটি রায় হয়ে গেল। খুব-ই গুরুত্বপূর্ণ রায়।
বড়ই আনন্দিত হয়েছি যে হাইকোর্টের রায় হহাল রয়েছে।
আমার লেখার শুরুতেই আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই আমার লেখা সবার ভাল লাগবেনা, তাই নিজ দায়িত্বে আমার লেখা পড়তে হবে।
"দায়মুক্ত হলো বাংলাদেশ" - এই ধরনের হেডিং ছিল প্রায় আজকের সব দৈনকে। আমরা সবাই একমত-তাইত? এখানে লজ্জার কি আছে???
হ্যাঁ আছে। আমরা একটি লজ্জা থেকে বেরিয়ে এসসেছি, তা হল ৩৪ বছর শেখ মুজিব সহ তার পরিবারের হত্যার বিচার করতে না পারা।
আমাদের দায় মুক্তি হল তাতে? তাতেই দায় মুক্তি মিললো জাতির?? কলঙ্কমুক্ত হলাম বাঙ্গালী জাতি??? ব্যাস তাই????
আরে, আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে যুদ্ধু অপরাধীদের বিচার করা । যা আমরা গত ৩৮ বছরে করতে পারিনি। -কী লজ্জার কথা-তাইনা? আমি কি ভাবে নেব তাহলে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে এবং আমাদের চাওয়া যুদ্ধ অপরাধীদের বিচার না পাওয়া জাতীর জন্য মোটেই লজ্জার কিংবা কলঙ্কের নয়?
ভাবুন, ভেবে দেখুন আমার এই স্লোগানের সাথে একমত হবেন কিনা-"বঙ্গবন্ধু হত্যা বিচারের প্রেরনা নিয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আন্দলোনে নেমে পড়ি, সত্যিকার অর্থেই দায়মুক্ত করি বাংলাদেশ-কে"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।