[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
কিউপিড বো মানে কিউপিডের ধনুক শব্দটি দিয়ে মূলত মানব মুখমন্ডলের একটি অংশকে নির্দেশ করা হয়। মানুব ঠোঁটের উপরের অংশের দুইভাঁজ এর মাঝখানটা একটু নিচের দিকে চাপানো। এই দুইভাঁজ আর চাপানো অংশ মিলে উপর ঠোঁটের অংশটাকে বাঁকানো ধনুকের মতই লাগে। তাই এটাকে ওমন নামকরণ করা হয়েছে। (ছবিতে দেখুন লাল দাগাঙ্কিত)
এখন প্রশ্ন কিউপিড এর ধনুক কেনো? তাহলে জানতে হবে।
কিউপিড কে। অনেকেই আমরা জানি, কিউপিড হলো রোমান পুরাণে একজন বিখ্যাত দেবতার নাম। যে মূলত কামজ প্রেম আর সৌন্দর্যের দেবতা। গ্রীক পুরাণে এই দেবতারই নাম এরস। ল্যাটিন নাম তার আমর ( ভারতীয় পুরাণের কাম দেবের সাথে অনেকটা মিল)।
কিউপিড বা এরস হলো ভালবাসার দেবী ভেনাস এর পুত্র। সরাচর কিউপিড এর পিঠে এক জোড়া পাখা, হাতে একটি বাঁকানো ধুনক আর এক গোছা তীর সহ চিত্রিত করা হয়। কিউপিড তার এই কাল্পনিক চিত্রনে ভ্যালেন্টাইন ডের একটি আইকন ও বটে। প্রেম জাগানোর জন্য কিউপিড তীর নিক্ষেপ করে থাকে বলে এসব পূরানে ধারনা করা হয়ে থাকত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।