আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ডেড প্রোগ্রামের চেয়ে লাইভ প্রোগ্রাম অনেক বেশি চ্যালেঞ্জিং : সায়েম সালেক

গভীর কিছু শেখার আছে ....

আরটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে লাইভ সঙ্গীতানুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গান’। অনুষ্ঠানটির প্রতি পর্বেই একজন অতিথি সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। আজ থাকবেন শিল্পী এস আই টুটুল। নিজের জনপ্রিয় গানগুলো ছাড়াও টেলিফোনে দর্শকদের অনুরোধের গান পরিবেশন করবেন তিনি। তানিফ মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সায়েম সালেক।

সম্প্রতি কথা হলো সায়েম সালেকের সঙ্গে। জানিয়েছেন লাইভ প্রোগ্রাম ও নাটক নিয়ে তার কথাগুলো। ‘বসুধা তোমার জন্য আমার এ গান’ অনুষ্ঠানটির ধরণ সম্পর্কে বলুন? ‘বসুধা তোমার জন্য আমার এ গান’ অনুষ্ঠানে একজন সঙ্গীতশিল্পী অতিথি হয়ে আসেন। নিজের জনপ্রিয় গানগুলো শোনান তিনি। এছাড়া টেলিফোনে দর্শকরা তার সঙ্গে সরাসরি কথা বলেন ও পছন্দনীয় গানটির শোনানোর জন্য রিকোয়েস্ট করেন তাকে।

ফলে দর্শক-ভক্তদের সঙ্গে শিল্পীর সরাসরি যোগাযোগের সেতু বন্ধন রচনা করার জন্য অনুষ্ঠানটি ইতিমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। একই চ্যানেলে তো আরেকটি লাইভ প্রোগ্রাম করছেন। সেটি সম্পর্কে বলুন? ‘বসুধা তোমার জন্য আমার এ গান’ লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। আর একদিন পরই একই সময়ে অর্থাৎ শনিবার রাত ১১টা ৩০ মিনিটে আরটিভিতেই প্রচারিত হয় লাইভ অনুষ্ঠান ‘জেগে আছো কি?’ এতে আমার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে আছে নওশীন। অনুষ্ঠানটির টার্গেট গ্র“প মূলত টিনেজাররা।

অনুষ্ঠানে একজন করে সেলিব্রেটি উপস্থিত থাকেন। দর্শক-ভক্তরা তার সঙ্গে সরাসরি টেলিফোন আলাপ ছাড়াও ই-মেইল ও এসএমএসের মাধ্যমে কন্ট্রাক্ট করে থাকে। ‘জেগে আছো কি’ অনুষ্ঠানটি কবে থেকে উপস্থাপনা করছেন? ‘জেগে আছো কি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি গত বছরের আগস্টের ২২ তারিখ থেকে। লাইভ প্রোগ্রাম আর রেকর্ডেড প্রোগ্রাম- কোনটার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মূলত লাইভ প্রোগ্রাম করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হিসেবে বলা যায়, লাইভ প্রোগ্রামে একজন উপস্থাপকের ভূমিকা অনেক বেশি থাকে।

পুরো অনুষ্ঠানের সফলতার জন্য প্রযোজকের পাশাপাশি উপস্থাপকেরও দায়িত্ব ও কর্তব্য লাইভ প্রোগ্রামে বেশি থাকে। আর অন্যদিকে রেকর্ডেড প্রোগ্রামে মূলত প্রযোজকের উপরই পুরো অনুষ্ঠানের সফলতা নির্ভর করে। সেখানে উপস্থাপককে যেভাবে বলতে বলা হয় তিনি সেভাবে বিষয়টি উপস্থাপন করেন। রেকর্ডেড প্রোগ্রামে ভুল হলে সংশোধনের সুযোগ থাকে। কিন্তু লাইভ প্রোগ্রামে কোন ধরণের ভুল হলে সেটি আর সংশোধনের উপায় থাকে না।

এজন্য রেকর্ডেড প্রোগ্রামের চেয়ে লাইভ প্রোগ্রাম অনেক বেশি চ্যালেঞ্জিং। লাইভ এ দুটি অনুষ্ঠাটি ছাড়া আর কি করছেন? আরটিভির লাইভ এ দুটি প্রোগ্রাম ছাড়াও রেডিও ফূর্তিতে সপ্তাহের প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সিলেট কলিং’র আরজে হিসেবে কাজ করছি। এছাড়া নাটকও করছি। সম্প্রতি কি কি কাজ করলেন? সম্প্রতি শেষ করলাম টিটু রহমানের এক পর্বের নাটক ‘মন শুধু মন ছুঁয়েছে’। এতে আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কাজ করেছে শিমুল মোস্তফা, লাক্সস্টার বাঁধন, সীমানা প্রমুখ।

চ্যানেল আইতে ঈদের জন্য নির্মিত কেকা ফেরদৌসির উপস্থাপকদের নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছি। এছাড়া চ্যানেল আই সেরা কন্ঠের সেরা সাতজনকে নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবো। আগামী সপ্তাহেই এ প্রোগ্রামটির শুটিং অনুষ্ঠিত হবে। ভবিষ্যৎ ইচ্ছে কি? রিয়েলিটি শো কিংবা ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করার ইচ্ছে রয়েছে। এছাড়া উপস্থাপনার পাশাপাশি নিয়মিত অভিনয় করতে চাই।

লাইভ প্রোগ্রামে ঘটে যাওয়া কোন স্মরণীয় ঘটনা রয়েছে? লাইভ প্রোগ্রামগুলোর প্রতিটি পর্বই আমার কাছে স্মরণীয়। কারণ প্রতি পর্বেই এমন কিছু বিষয় থাকে যেটি মনে রাখার মতো। তবে আরটিভির লাইভ প্রোগ্রাম ‘জেগে আছো কি’-এর এ বছরের একটি পর্বের কথা আমার কাছে বিশেষ স্মরণীয়। পর্বটি ছিলো বাবা দিবস নিয়ে। আমার বাবা নেই।

অনুষ্ঠানের এক পর্যায়ে আমার সহ-উপস্থাপক নওশীনের বাবা যখন ফোন করে তাকে আর্শীবাদ করছিলেন, তখন হঠাৎ করেই যেনো আমি অনুষ্ঠানের কথা ভুলে গেলাম। আমার শুধু একটিই উপলব্ধি হলো যে, আমার বাবা নেই! আজ তিনি থাকলে হয়তো আমাকেও এভাবে আর্শীবাদ করতেন! এ কথা ভাবতেই আমার দুচোখ দিয়ে অঝোরে পানি নেমে এলো। তবে কিছুণের মধ্যেই আমি অনুষ্ঠানে ফিরে এলাম। আমি আবারো হাসি মুখে কথা বলতে শুরু হলাম, কিন্তু তখনও আমার দুচোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। সেই দিনের ঘটনাটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দৈনিক যায়যায়দিনে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।