ইচ্ছে হলে ভালবাসিস .... না হয় থাকিস .... যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ...
# আজকে রাতে ঘুমাতে পারি নাই, একটা বই পড়ছিলাম অনেক মনোযোগ দিয়ে , বইটা হচ্ছে মিসির আলির "আমিই মিসির আলি" , বইটার মূল ঘটনার চাইতে আমাকে বেশি আকৃষ্ট করেছে যে জিনিশটা তা হচ্ছে এতে Precognitive Dreamএর কথা বলা হয়েছে । আমার মূল বক্তব্যে যাওয়ার আগে বলে নেই এই শব্দ তার মানে কি , আপনারা নিশ্চই জীবনে এমন কিছু স্বপ্ন দেখেছেন যা আগে কখনই ঘটে নি , কিন্তু ভবিশ্যতে জীবনে কোন এক সময়,পুরোপুরি না হলেও আংশিক মিলে গেছে ? আমি জানি আপনারা অনেকেই দেখেছেন , এমনকি আমিই বেশ কয়েকবার দেখেছি , বেপারটা অনেকটা স্বপ্নে ভবিশ্যত দেখার মত। আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো।
প্রথমে নিজেকে দিয়েই শুরু করি , আমার জীবনে আসলে এরকম অভিজ্ঞতা মাত্র ২ টা , তাও উল্লেখযোগ্য কিছু না । প্রথম ঘটনা হল, আমি যখন ছোট ছিলাম , একবার স্বপ্নে দেখলাম একটা মসজিদ, সাথে একটা অনেক বড় কুয়া , কুয়াটা নীল রঙের পলিথিন দিয়ে ঢাকা ছিলো ।
স্বপ্ন দেখার বছর চারেক পর টাঙ্গাইলে আমার এক খালার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম , তখন একদিন উনার বড়ভাই অর্থাৎ আমার মামাকে নিয়ে আমি দূরবর্তি বাজার হতে বিয়ের সরঙ্জাম কিনে বাড়িতে ফেরার সময় ঠিক রাস্তার পাশেই হুবহু সেই মসজিদ আর কুয়াটা দেখতে পাই , এমনকি কুয়াটা তখনো নীল রঙের পলিথিন দিয়ে ঢাকা ছিলো ।
২য় ঘটনাটাও ছোটখাট , আমি কলেজ়ে পড়ার সময় একদিন টিফিন পিরিয়ডে ক্লাস রুম এর সামনে দাঁড়িয়ে ছিলাম , এমন সময় হঠাৎ কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম, আমি সবই দেখছি কিন্তু কিছুই শুনছি না । ঠিক সেই মুহুর্ত থেকে পরবর্তি কয়েকটা সেকেন্ড খুবই ধীরে কাটতে লাগলো আর আমি যা যা দেখলাম , আমার মনে হল এর প্রত্যেকটা দৃশ্য আমার পরিচিত , আমি আগেই কোথাও এসব দেখেছি। ঘোর কাটার পরেই বুঝতে পারলাম আমি এগুলো স্বপ্নে দেখেছিলাম যা আজকে আমার চোখের সামনে ঘটলো , কিন্তু জানিনা আবার কেন ঘোরের মাঝে চলে গিয়েছিলাম ।
জানিনা আপনারা এই ব্যাপার গুলোকে কিভাবে ব্যখ্যা করবেন , আমার মনে হয় যে আমাদের এই জীবন আসলে সময়ের নানা মাত্রার যোগফল , আমাদের সাবকনশাস্ মাইন্ড মাঝে মাঝে এই মাত্রাটা ভেঙ্গে ফেলে , কনশাস্ মাইন্ড যা কখনই পারে না , আমাদের মানসিক শক্তি অসীম কিন্তু আকাগ্রতার অভাবে কখনই তার পরিচয় আমরা পাই না ।
আমরা যখন ঘুমাই বা ধ্যানমগ্ন থাকি তখন আমরা পারিপার্শিক চিন্তা হতে মুক্ত হয়ে যাই , ফলে মাঝে মাঝে হয়ত কোন টেকনোলজি ছাড়াই মাত্রা অতিক্রম করে ফেলি । এছাড়াও অন্যেরা আরো অনেক মতামত দিতে পারেন । আসলে বুঝিয়ে না বললে অনেকেই বেপারটা বুঝবেন না , এবং আমি এই কাজে বিশেষ একটা পটুও নই ।
এরকম ঘটনা সারা বিশ্বে প্রচুর আছে , কিন্তু আমরা তার বেশিরভাগই জানতে পারি না । এমনকি আমি একটা মুভি দেখেছিলাম (Final Destination) যার মূল বক্তব্য ছিল এই যে স্বপ্নে কিছু মানুষ তাদের ভবিশ্যত (কিভাবে মৃত্যূ ঘটবে) দেখে ফেলে , কিন্তু কোনভাবেই সেই অবধারিত মৃত্যূ ঠেকাতে পারে না ।
নিয়তির কাছে তারা পরাজিত হয়। তাহলে কি এটা মনে হচ্ছে না যে , কার কি ভবিশ্যত তা পূর্বনির্ধারিত ? মাঝে মাঝে খুব ভয় লাগে………
নিচের লিংকগুলিতে ইচ্ছেকরলে গিয়ে দেখতে পারেন ।
http://www.som.org/1dreams/nightmaresurvey.htm
Click This Link
এতক্ষন কষ্ট করে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ , আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে খুশি হবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।