ফাইল শেয়ারিং প্রোগ্রামের কথা কম-বেশী আমরা সবাই জানি। এই প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই প্রয়োজনীয় ফাইল, প্রোগ্রাম, এমপি থ্রি, মুভি ইত্যাদি একজন আরেক জনকে শেয়ার করতে পারে। এই রকম একটি ফাইল শেয়ার প্রোগ্রাম হল Cabos। Cabos হল LimeWire এবং Acquisition এর উপর ভিত্তি করে তৈরী করা Gnutella ফাইল শেয়ারিং প্রোগ্রাম। এটি একটি ফ্রিওয়্যার।
এই সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হল:
১. সিম্পল সাইডবার ব্যবহার করা হয়েছে।
২. Mojito DHT সাপোর্ট করে।
৩. ফায়ারওয়াল থেকে ফায়ারওয়ালে ফাইল পাঠাতে পারে।
৪. UPnP সাপোর্ট করে।
৫. IP2Country সাপোর্ট করে।
৬. iTunes এর সাথে মিলে কাজ করতে পারে।
৭. সর্বোপরি এটি Windows এবং OS X উভয় প্লাটফর্মেই কাজ করে।
ডাউনলোড করবেন এই লিংক থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।