আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
মন্ত্রীগো মধ্যে মতিয়া চৌধুরির কাজ কাম ইদানিং চোখে পরতেছে। অন্যান্য আর সবার মতন খাল পুকুর চুরি না কৈরা উনি কিছু ভাল ভাল কাম করতাছেন। সারের দাম কমাইছেন, ডিজেলে ভর্তুকি দিছেন।
কৃষকগো দুঃখ কিছুটা হৈলেও বুঝতার্ছেন মনে লয়।
তয় সমস্যার কথা হৈলো দাম কমানোর পর থিকা সারের ডিলারগো পি.এইচ বাইড়া মাথায় উঠছে। তারপর যখন কৈলো নজরদারি করা হৈবো সার ডিস্ট্রিবিউশনে, অবস্থাটা চিন্তা করেন? সার ব্যাবসায়ীগো জেবন বইলা আর কিছু থাকলোনা।
সারের ডিলারগো-ও তো আত্মীয় স্বজন আছে, বন্ধু চামচার অভাব নাই। অগো দুঃখে যদি সুময় মতন আগায় না আসে তাইলে আর বন্ধু হৈলো ক্যামনে।
কথায় আছেনা, বিপদেই বন্ধুর পরিচয়!
সার ব্যাবসায়ী লগো স্যার স্যার করা ষারগো-ও সামনে মুনেলয় সুময়টা ভালা না। বকরি ঈদ এক্কেরে দরজায় খাড়ায়া ফুকি মারতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।