আমাদের কথা খুঁজে নিন

   

জগ্ধ প্রনয়।

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

ঘুমন্ত মৃতদের জাগাতে গিয়েছি সেদিন বলছি আমার মৃত্যু অভিঞ্জতা এবং জন্মান্তর। সন্ধ্যামালতি গাছের পাশেই ছিল শ্মশান,, যদিও সেখানে সঙ্খিনী হতবাক আমি কথা বলছি তিথি তুমিও ভাববে মৃত্যু ছিল পূর্ণিমার নাম যেখানে জ্বলছিল কাঠ কয়লার সমাধি; ঘিলু সুদ্ধ উড়ে গেল শুক্লা পক্ষে হাজারো শুদ্ধ প্রনয়, স্নায়ুবিক বৃষ্টি;জগ্ধ ঘাস, এঁটেলে একাকার শেষ চিঠি। চিঠিতে বাসি ফুলের আচড়, নীল ওরনার গন্ধ; উপমাহীন রুগ্ন দেহে কাঁপতে কাঁপতে পড়েছিলাম, কেমো থেরাপিতেই মৃত্যু আর তার পর; আবার জেগে ওঠা তিথি, তুমি ভালো আছো? পদার্থের ভেতরেও জীবন থাকে ভুলে যেওনা, এভাবে কি আর কর্পোরেট কোম্পানি চলে? এভাবে কি আর দেশীয় পাতিহাঁস সাঁতার কাটে? এভাবে কি আর সুর্য্ নিভে নষ্ট পচা বাক্যালাপে? ফ্যাত ফ্যাতে প্রেমের কাব্য ছাড় কবি, জেগে ওঠ। বুঝলাম তারা বিশ্বাস করল,মাটি,পলেস্তারা এপিটাফ কবরখানার ছেড়া পাটি, ল্যাম্প পোষ্ট গুলোও হয়তো যে শেয়া্ল বছর বছর পাহারা দিল পরিত্যাক্ত শ্মশান সেও রাজি সেও মৃত্যু তীর্থযাত্রী তিথির মত শহস্রবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.