২০১৩-১৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে।
কোন গ্রুপকেই এবার 'গ্রুপ অব ডেথ' বলার সুযোগ থাকছে না। তবে একই গ্রুপে পড়েছে বার্সেলোনা, এসি মিলান, সেল্টিক ও আয়াক্স। আর রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস এক গ্রুপে।
মোট ৩২ টি দলকে ভাগ করা হয়েছে ৮টি ক্লাবে।
গ্রুপ 'এ' তে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, শাখতার দোনেৎস্ক, লেভারকুসেন ও রিয়াল সোসিয়েদা। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, গ্যালাতাসারেই ও এফ সি কোভেনহ্যাভেন আছে গ্রুপ 'বি' তে। গ্রুপ 'সি' সেজেছে বেনফিকা, প্যারিস সেন্ট জার্মেই, অলিম্পিয়াকোস ও আন্দারলেখটকে নিয়ে।
বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ,ম্যান সিটি, সিএসকে মস্কো ও ভিক্টোরিয়া পেলজেন আছে গ্রুপ 'ডি' তে। ইংলিশ ক্লাব চেলসি, শাল্কে, এফ সি বাসেল ও স্টুয়া বুখারেস্ট পেয়েছে গ্রুপ 'ই'।
গ্রুপ 'এফ' এ আছে আর্সেনাল, অলিম্পিক ম্যাসিই, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড এবং নাপোলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।