: আমি যদি মারা যাই, তবে তুমি কি আমার কবরের কাছে যাবে ?
: যেতে তো হবেই, গোরস্থানের ভেতর দিয়েই তো বাজারে যাওয়ার ‘শর্টকাট’রাস্তা।
--------------------------------------------------------
: অবশেষে গত সপ্তাহে মামাবাবু চিরশান্তি লাভ করলেন।
: সে কী ! তোমার মামা মারা গেছেন ?
: না, মামা নয়, মামী ।
--------------------------------------------------------
তোমার এত বইয়ের কালেকশন ? আর তুমি কিনা এমন করে বইগুলি চারধারে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ ? এই ভালো ভালো বইগুলি আলমারিতে রাখা উচিত ।
: উচিত জানি ! বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।
---------------------------------------------------------
বন্ধুদের সঙ্গে ছেলেকে বেরুতে দেখে মা আপত্তি জানান-কোথায় যাচ্ছ এখন ?
: সাঁতার শিখতে বন্ধুদের সঙ্গে যাচ্ছি।
: এ্যাঁ, এই ভরদুপুর বেলায়। এটা কি সাঁতার শেখার সময় ? দেখো, যদি পুকুরে ডুবে যাও, তবে এ বাড়িতে আর তোমার ঠাঁই হবে না।
---------------------------------------------------------
সংগৃহীত.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।