কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
সা,ইনের বেশ জনপ্রিয় একটা ডায়লগ। জায়গা বুঝে অনেক পোস্টেই মেরে দেয়া যায় ( কমেন্ট আকারে)। তয় আমার মনে হয় এখনো মারার সুযোগ হয়ে উঠেনি। আর হইবোই কেমনে কি যে লেখা শুরু করছি। লিখতেও ভুইলা গেছি।
যাউগা সেই কথা বাদ আসল কথায় আসি। খালি চৌক্ষে পানি আয়া পড়ে সেই ডা নিয়ে কথা বলার চেষ্টা করি। কেউ অনেক কষ্টে বিনিময়ে একটা কবিতা লেখলো আমি পড়লাম অফলাইনে থেকে, চাইল একটা কান্না কান্না কমেন্ট কইরা দেই। কিন্তু করতে গিয়া আবার পড়ি কবিতা যাই একটু বুঝলাম লগে লগে চৌক্ষে পানি যায়া পড়ে। আবার ধরেন গিয়া কেউর একটা মন খারাপ পোষ্ট পড়া শুরু করলাম , কিন্তু শেষ আর করতে পারি না।
মাঝ পথেই চৌক্ষে পানি আয়া পড়ে। ধুর ফালা ব্লগের খাতা যাই গা টিভি দেখি । খবরে দেখায় কেউ মইরা শহীদ হইছে , মায় কান্দে বইনে কান্দে লগে প্রেমিকায় ও কান্দে আর আমি দেহি আমার চৌক্ষে পানি। না খবর টবর ও দেহুম না। ছিনেমা দেহি।
লায়ক সাব হের লাইকার জন্য জান পরান কইলজা সব দিয়া দিতে রাজি কিন্তু লাইকায় চায় না এতো কিছু........... চৌক্ষে আর পানি ধইরা রাখতে পারিনা। নাহ আর কিছু লেখতে গেলে আবার ও আমার চৈাক্ষে পানি আইয়া পড়বো..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।