পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
এখনো কি ভোর আসে আলো-ছায়া ভোর!
জানালায় ঘুমঘুম পাখির পাঁচালি
চোখে কি মালঞ্চ জাগে হলুদ দু পায়?
ফুলের আকাশ চোখে ভেবে দ্যাখ মেয়ে
সেই যে দুপুর ভেঙেছিলি আনমনে-
জড়ানো সবুজ গায়ে আলুথালু ঘাস ফুল
মনে কি পড়ে না মেয়ে আমডালে লুকোচুরি?
নাকি তুই খুলেছিস জীবনের স্কুল!
কোন সে বিকেল ছিল নিপাট চুলের,
ঘরমুখো সূর্য বলেছিল, কী যে লক্ষ্মী মেয়ে!
তুই কি সত্যি লক্ষ্মী ছিলি-
আধুনিক শহরের পথে পথে অধুনা লক্ষ্মীর চেয়ে?
মনে কি পড়ে না কুপিজ্বলা ঘনরাত?
সবশেষ ধারাপাতে ঢুলুঢুলু রাঙা চোখ
ঘুমের কপালছোঁয়া আনাড়ি সকাল-
চেয়েছে সবাই যাকে তার মতো হোক।
তবু কি মিলেছে মুক্তি জীবনের,
তবু কি থেমেছে কান্না লক্ষ্মী কিংবা তোর
গহিন রাতের শেষে পাথরে পিত্ত জীবন
কত আর নিংড়াবে পাখিময় ভোর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।