আমাদের কথা খুঁজে নিন

   

Stellarium সফট্‌ওয়্যারে ঈদ-উল-আজহার চাঁদ ও তারিখ (সচিত্র)

নতুন করে পেয়েছি তোমাকে আবার পেয়েছি, আপন করে নেয়ার সময় এসেছে আজ। রাতের মত অন্ধকার নিস্তব্ধ তোমার ছায়া আগলে রেখেছি এতদিন, তোমার চঞ্চলতা বুঝিনি।

Stellarium হল মহাকাশের উপর তৈরী একটা সফটওয়্যার যার মাধ্যমে যে কোন তারিখে মহাকাশের সকল নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান দেখা যায়। এই সফটওয়্যারের মাধ্যমে সম্প্রতি আমি আসন্ন ঈদ-উল-আজহার তারিখ বের করি। আসুন দেখে নিই কিভাবে - ১৮ নভেম্বর সফটওয়্যারটিতে দেখা যাচ্ছে যে, ১৮ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশের পশ্চিমাকাশে চাঁদ দেখা গেলেও তা এতটাই ক্ষীণ যে সূর্যের আলো সে সময় চাঁদের অবয়ব ঢেকে দেয়।

নিচে দেখুন - সন্ধ্যা ০৬:৩০ এর দিকে দেখা যাচ্ছে চাঁদ আরো নিচের দিকে নেমে এসেছে। এবং সূর্যের আলো থাকার কারণে ক্ষীণ এই চাঁদের অবয়ব দেখা যাবে না। সন্ধ্যা ০৭:০০ টার চিত্র দেখুন নিচে। তখন চাঁদ একেবারেই ঢলে পড়বে বলে আর দেখতে পাওয়ার কোন সম্ভাবনাই নেই। ১৯ নভেম্বর এবার দেখি ১৯ নভেম্বর সন্ধ্যা ৭ টার চিত্র।

নিচের চিত্রে দেখা যাচ্ছে চাঁদ অনেকটা স্পষ্ট এবং আগের দিনের চাইতে কিছুটা বড় যার ফলে ঐ দিন চাঁদ দেখা যাবে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই। ঐ সময় পশ্চিমাকাশে চাঁদের অবস্থানটা দেখুন - ২০ নভেম্বর নিচের চিত্রটা ২০ নভেম্বর সন্ধ্যা ৭ টার। এখানে চাঁদ আরো স্পষ্ট। বুঝা যাচ্ছে এর আগের দিন চাঁদ দেখা গেছে। ২৯ নভেম্বর তাহলে এই তথ্যের আলোকে যদি আগামী ১৯ নভেম্বর চাঁদ দেখা যায় ঈদ-উল-আজহা হবে ২৯ নভেম্বর।

নিচে দেখুন ঈদের দিনের সকালের সূর্য। বিঃ দ্রঃ এই সফটওয়্যারে যা দেখবেন সবই ভার্চুয়াল। মনে করবেন না আপনার জন্য টেলিস্কোপ/ক্যামেরা বসিয়ে রাখা হয়েছে। আপনি অতীত বর্তমান ভবিষ্যতের যে কোন সময়ের নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান দেখতে পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তার মানে? হ্যা গত ২২ জুলাই ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেমনি দেখতে পাবেন, তেমনি দেখতে পারবেন আগামী ১০৫ বছর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

যেটা আপনার পক্ষে দেখা নিতান্তই অসম্ভব। আবার ফিরে গিয়ে দেখতে পাবেন গত ১৯৯৫ সালের সূর্যগ্রহণটিও। সফটওয়্যারটির সাইজ ৪০ মেগাবাইট। চমৎকার থ্রিডি এ সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে। Stellarium 10.2 ওয়েব সাইট থেকে ডাউনলোড করুন সরাসরি উইন্ডোজে ডাউনলোড লিংক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।