আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগমণ্ডলে এতো ফ্যানাটিক, বুঝতে পারিনি এতোদিন!

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

যশোরের বায়বীয় মামলায় হেরে গেল আরিফ। আরিফ শুধু নয়, আসলে একইসঙ্গে আমরা সবাই হেরেছি। ঠিক এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছি, ব্লগ, যা নিয়ে আমাদের অনেক গর্ব, সেখানেও হেরে যাচ্ছে হতভাগা ছেলেটা। কিন্তু আসলে আরিফ নয়, আমরাই হেরে যাচ্ছি। একটি ছোট্ট ছেলেমানুষি ভুলের জন্য আরিফকে জেলে পঁচিয়ে, তাকে জোর করে হারিয়ে দিয়ে, তার কারাদণ্ডে উদ্বাহু নৃত্য করে একধরনের নারকীয় স্বস্তি কেউ কেউ পাচ্ছেন হয়তো, কিন্তু তাতে কি ইসলামের কোনো লাভ হচ্ছে? বরং এই ধরনের বিকৃত উন্মাদনা দীর্ঘমেয়াদে ক্ষতিই করে ধর্মটার। মানুষের মনে ধর্মটা সম্পর্কে খারাপ ধারণা জন্মে। অথচ ইসলামে তো ক্ষমা আর সহনশীলতাকে বেশ গুরুত্বসহকারে দেখা হয় বলেই জানি। ব্লগমণ্ডলে এতো ফ্যানাটিক, বুঝতে পারিনি এতোদিন। এটাই বোধহয় এই বছরের সবচেয়ে সেরা ‌'আবিস্কার'!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.