আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাসীষ্ট ধর্মীয় লেবাসধারী জামাত কাউকে খুন করার আগে তাকে নাস্তিক প্রমান করার চেষ্টায় লিপ্ত হয়।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... ফ্যাসীষ্ট ধর্মীয় লেবাসধারী জামাত কাউকে খুন করার আগে তাকে নাস্তিক প্রমান করার চেষ্টায় লিপ্ত হয়। তাদের ধর্ম নিয়ে পৈচাশিকতা ধর্মীয় অনুভূতির উপর চরম আঘাত। এই জামাতীদের কারনে তাদের দাড়ী টুপির লেবাসের কারনে মানূষ বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির কারনে বিন্পি আলীগে ও বুঝতে পারেনী জনগনের ভাষা। কারন জামাতীরা কখনোই সারা বাংলাদেশের মানুষের সরল ধর্মীয় অনুভুতিকে কাজে লাগাতে পারেনি।

তার একটি উল্লেখ যোগ্য দৃষ্ঠান্ত হলো মাও সাইদি জামাতে ইসলামে যোগদানে আগে ,বড় মানের কোন মাওলানা কে তাদের জামাত ইসলামে যোগদান করাতে পারেনি। মোটামোটি কিছুটা জনপ্রিয় একজন ধর্মীয় বক্তা হিসাবে সাইদি রাজাকারের খাতায় নাম লিখান। শুধু তাই নয় এর মধ্য দিয়ে জামাত ইসলামের দলীয় কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়। মাও: সাইদি জামাতে যোগদান করে সাধারন মানূষের ধর্মীয় অনুভুতি কে কাজে লাগানোর চেষ্টায় লিপ্ত হোন। সেই হিসাবে তিনি ধর্ম কে যে কোন প্রকারের ব্যবহারে উদ্বত্য ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।