ভালবেসেছিলাম, তবে একজনকে নয়!
প্রথমদিন ষোল টাকার মতো ছিল সিমে। মডেমে ঢুকিয়ে সামহোয়ার ইন ব্লগ আর ফেইসবুকের প্রথম পাতাটা এসেছিল। ব্যস, ওইটুকুই। ষোল টাকা শেষ।
গতরাতে সিমটাতে বিশ টাকা রিচার্জ করলাম।
এবার শুধু কানেকশন পেলাম। কোন পেজ আসলো না। ফেসবুক দিয়ে এনটার দিলাম। কিচ্ছু নেই। বিশ টাকা শেষ।
আমি তাদের নরমাল প্যাকেজ অর্থাৎ প্রতি কিলোবিট(?) নাকি বাইট(?) দুই পয়সা-- এই অফারে ছিলাম। আমার মনে হয় গতরাতে এক কিলোবিটও আমাকে দেয়া হয়নি বিশ টাকা গায়েব। ওরা মানুষের সাথে এতো বড় প্রতারণা কিভাবে করে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।