আমাদের কথা খুঁজে নিন

   

গণপ্রজাতন্ত্রী মনোসাম্রাজ্য



আমার ভেতরকার অনুভুতিসকল আপাত সাম্যকালীন অবস্থা করেছে গঠন- নচেৎ পরস্পরবিরোধী এত চেতনাসমুহ বিবাদে লিপ্ত হতো বিবদমান রাজনীতির মতো- লিপ্ত কি হয় না কখনই? কখনও কান্না কি করে না ওয়াকআউট বিরোধীদলের মতন? এমনও তো ঘটে যাকে নিস্কাম ভাবি তাকেও স্বপ্নের শল্যচিকিৎসাখানায় দেখছি সভ্যতার বস্ত্রবিহীন নিরস্ত্রতায়- এতসব অনুভুতির বিবাদহীন সহাবস্থানে কি এটা প্রমাণ হয় যে সকল অনুভুতি আসলে অকার্যকর? কোন বিশেষ অনুভুতির উপর কি চলে কখনও রাস্ট্রীয় ক্রসফায়ার? সে কি আমার নির্দেশেই? মৌলবাদ কি অনুপস্থিত সেখানে? নাকি বিশেষ কাব্যকলা, সবিশেষ সংগীত আর সাম্যের ইউটোপিয়ার ঘটছে গোপন আগ্রাসন? এর বিরুদ্ধেও সম্ভবত সংগঠিত হচ্ছে নাগরিক গেস্টাপো বাহিনী। যাদের কাছে স্বাধীনতার চেতনাই বড় ব্যাবসা- এরা মুলত চেতনা ব্যাবসায়ী- সম্ভবত এরাই ঠিক করে দেয় তোমার সঙ্গে আমার ব্যাবহার কেমন হওয়া উচিত- সেখানে ব্যাক্তিবিচ্ছিন্নতার অজুহাতে কখনও কোন নাগরিক বোধ কি করে না আত্নহত্যা? কোন বেদনাটি সংখ্যালঘু? হয়নি জানা- কোন প্রেম আরামদায়ক তা মস্তিস্কের সংসদে নির্ধারিত হোক- নাকি এ বিষয় সম্পর্কিত সর্বোচ্চ সুখ উৎপাদনের নীতি নিয়ে বিবদমান হবে সচেতন অচেতনের অনির্ধারিত পার্থক্যে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.