http://www.facebook.com/Kobitar.Khata
যদি প্রশ্ন করা হয় ওয়ানডে ক্রিকেটের সেরা ক্রিকেটার কেন? আমি নিশ্চিত অধিকাংশ উত্তর আসবে শচিন টেন্ডুলকার। কিন্তু আমি যদি প্রশ্ন করি ওয়ানডে ক্রিকেটের পরিপূর্ন ক্রিকেটার কে? তাহলে উত্তর কি হবে? পরিপূর্ন ক্রিকেটার বলতে আমি বুঝাতে চাইছি যে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে সেরা। শচিন ব্যাটিং এর দিক দিয়ে সেরা এতে কোন দ্বীমত নাই আশা করি। কিন্তু তার বোলিং খুব আহামরি কিছু না। ফিল্ডার হিসেবে তো সে কখনও ভাল ফিল্ডার ছিল বলা যাবে না।
জয়সুরিয়ার ব্যাটিংয়ের কথা নিশ্চয় কাউকে বলে দিতে হবে না। সেই সাথে মুরালি ধরনের পরে শ্রীলংকার এক নং স্পিন বোলার অবশ্যই জয়সুরিয়। আর তার অসাধারণ ফিল্ডিংতো আছেই।
এবার এক নজরে দেখে নিন তাদের দুজনের ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যান।
শচিন- ম্যাচ ৪৩৬, ইনিংস ৪২৫, রান ১৭১৭৮, গড় ৪৪.৫০, বেস্ট ১৮৬*, সেঞ্চুরী ৪৫, হাফ সেঞ্চুরী ৯১, ক্যাচ ধরেছেন ১০২
বোলিং- বল ৮০২০, রান ৬৮১৭, উইকেট ১৫৪, গড় ৪৪.২৬, বেস্ট ৫/৩২, ইকোনমিক ৫.১০
জয়সুরিয়া- ম্যাচ ৪৪১, ইনিংস ৪২৯, রান ১৩৩৭৭, গড় ৩২.৪৫, বেস্ট ১৮৯, সেঞ্চুরী ২৮, হাফ সেঞ্চুরী ৬৮, ক্যাচ ধরেছেন ১২২
বোলিং- বল ১৪৭৫৪, রান ১১৭০৭, উইকেট ৩২২, গড় ৩৬.৩৫, বেস্ট ৬/২৯, ইকোনমিক ৪.৭৬
আমার মতে ওয়ানডে ক্রিকেটের পরির্পূণ ক্রিকেটার সনাত জয়সুরিয়া।
আপনার মতামত জানাবেন আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।