আমাদের কথা খুঁজে নিন

   

তিন গোয়েন্দা এবং আমি !!

আমাকে ভালবাসুন তাহলে আমিও আপনাকে ভালোবাসব। তিন গোয়েন্দা!নামটা শুনলেই মনে পড়ে যায় পুরানো দিনের অনেক কথা। রকিব হাসানের সেই তিন গোয়েন্দা এখনো আমার মনের ঠিক মাঝখানে বাস করে । কিন্তু আগের মত এখন আর তিন গোয়েন্দা পড়িনা। শামসুদ্দিন নওয়াব এসে আমার ছোটবেলার সেই তিন গোয়েন্দাকে মেরে ফেলেছে।

আমি যখন ক্লাস ফোরে পড়ি তখনই প্রথম তিন গোয়েন্দা পড়ার হাতেখড়ি। এর আগে তেমন একটা গল্পের বই পড়তাম না। আমার বড় ভাই যখন ভলিউম ৭৩ বইটি বাড়িতে নিয়ে আসল তখন ভলিউমের শেষ গল্প ভুতুরে ঘড়ি দেখে আগ্রহ হয়েছিল। এইটা যে গোয়েন্দা বই সেটা প্রথমে বোঝতে পারিনি ভেবেছিলাম কোন ভুতুরে গল্প। বেশ মন দিয়ে গল্পটি পড়লাম।

পড়েই প্রেমে পড়লাম কিশোর,মুসা আর রবিনের। একে একে শেষ করলাম সব কয়টি গল্প। তার পর থেকেই শুরু আমার তিন গোয়েন্দা পড়া। পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে পড়তে গিয়ে অনেক বার ধরা পড়েছি বাব মায়ের কাছে। একবার বাবা আমার প্রায় ১০ টা বই পুড়িয়ে ফেলেছিল ।

লুকিয়ে খুব কেদেছিলাম। পরে আবার মা আরো কয়েকটা বই ছিড়ে ফেলেছিলেন। তার পরেও বাদ দেইনি। আমার এলাকার প্রায় সব কয়টি লাইব্রেরিতে গিয়েছিলাম তিন গোয়েন্দার খোজে কিন্তু কোন লাইব্রেরি তখন এসব বই বিক্রি করত না। শেষ পর্যন্ত একটা লাইব্রেরি পেয়েছিলাম তারা ছিল সেবা প্রকাশনির এজেন্ট।

প্রায় প্রতিদিন গিয়ে খোজ করতাম নতুন কোন বই এল কিনা। এখনো মাঝে মাঝে সেই লাইব্রেরিতে যাই কিন্তু তিন গোয়েন্দা কিনিনা। তিন গোয়েন্দার প্রায় ১০০টি বই আমার সংগ্রহে আছে আর এজন্য আমি খুব গরবিত । তিন গোয়েন্দার পুরাতন বইয়ের ইবুক লিঙ্ক থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।