আমাদের কথা খুঁজে নিন

   

সাহায্য চাই: ল্যাপটপে ভাইরাস

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

গতকাল ল্যাপটপে ভারত- অস্ট্রেলিয়া'র খেলা দেখছিলাম অনলাইনের একটা সাইটে। এর মাঝে একটা বিজ্ঞাপনে ক্লিক করার পর থেকেই শুরু হল ঝামেলা। সিকিউরিটি টুল নামের একটা সাইট ওপেন হয়ে সব উল্টা পাল্টা ম্যাসেজ দেখানো শুরু করল যে আমার সব তথ্য চুরি হয়ে যাচ্ছে, কম্পিউটার ভাইরাসে ভর্তি, ইত্যাদি। নিচের সাইটে দেখলাম বলা আছে কিভাবে বন্ধ করতে হবে।

Click This Link আমি এভাস্ট আর ম্যালওয়ার এন্টিবাইট ব্যবহার করি। সেফ মুডে গিয়ে ম্যালওয়্যার (আপটেডেড না) দিয়ে স্ক্যান করালাম, সিকিউরিটি টুল রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ডে সব কিছু ফিরে আসলেও ওয়ালপেপার আসল না। কিন্তু তারপর দেখি সব সাইটে যেতে পারলেও কোন এন্টি ভাইরাস সাইটে যায় না, গুগল সার্চ দিয়ে দেখলাম যে এর মানে এখনও ভাইরাস আছে। এভাস্ট (আপডেটেট) দিয়ে বুট আপ স্ক্যান করলাম, ম্যালওয়ার নতুন করে নামিয়ে সেটা দিয়ে স্ক্যান করলাম, অনেক ফাইল ডিলিট করল, কিন্তু এখনও কোন এন্টিভাইরাস সাইটে যেতে পারি না। ডাটার ব্যাক আপ আছে বলে ল্যাপটপের সবকিছুই মুছে ফেলেছি।

এখন সিস্টেমটা ঠিক হওয়া খুবই জরুরী। এখন কি করব? উইন্ডোজ নতুন করে ফ্যাক্টরি সেটিংস দিয়ে ইন্স্টল করলে কি ঠিক হবে? অপারেটিং সিস্টেম - উইন্ডোজ এক্সপি - সার্ভিস প্যাক ৩। আগাম ধন্যবাদ রইল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.