আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে সাংবাদিকের পরিচয়পত্রও ছিনিয়ে নিলো জেল পুলিশ

কথা বলি মানুষের
পেশাগত দায়িত্বপালনকালে ফটোসাংবাদিক এর পরিচয়পত্র, ক্যামেরা, মোবাইল এবং তার মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীরা। গতকাল দুপুরে কারাগারের পূর্বপার্শ্বে পাংচার হওয়া গাড়ি রাখাকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে সংঘর্ষ বাধে কারারক্ষীদের। এমতাবস্থায় কারাগারের পাগলা ঘন্টা বেজে উঠলে শত শত কারারক্ষী এলাকাবাসীকে ধাওয়া করে। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যায় সেখানে। এমন সময় জেল পুলিশের ও স্থানীয় জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও এ্যাকশনের ছবি তুলছিল ফটোসাংবাদিকরা।

তাদের হামলায় কয়েকজন সাংবাদিকও আহত হয়। তখন কতিপয় উচ্ছৃংখল কারারক্ষী ক্ষিপ্ত হয়ে দৈনিক আমাদের কুমিল্লার ফটোসাংবাদিক কাজী শামীমকে ধরে কারাগার অভ্যন্তরে নিয়ে যায়। এবং সেখানে তাকে বেদম মারধোর করে। সাংবাদিক পরিচয় দেয়ার পর তারা আরো উত্তেজিত হয়ে পড়ে। উচ্ছৃংখল কারারক্ষীরা তার পরিচয়পত্র ও ক্যামেরাটি কেড়ে নেয়।

এবং পরে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। দায়িত্বরত সাংবাদিকের উপর তাদের নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাতে তৎক্ষনাৎ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেল গেটে ছুটে আসে। এবং সহকর্মীর উপর তাদের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে সেখান থেকে গুরুতর আহত শামীম কে কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় সেখানে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদ জানাতে কারগারের সামনের রাস্তায় বসে পড়ে। উদ্ভুত পরিস্থিতিতে সাংবাদিকদের কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ডিআইজি (প্রিজন), জেলার সহ কারাগারের উর্দ্ধতন কর্তারা।

পরে জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং সাংবাদিক পরিচয় জানার পর তার উপর হামলাকারী ও পরিচয়পত্র এবং ক্যামেরা ছিনতাইকারী কারা পুলিশদের খুজে বের করার নির্দেশ দেন। তিনি ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৩দিনের মধ্যে রিপোর্ট প্রকাশের নির্দেশ প্রদান করেন। এবং বিকেলে গুরুতর আহত কাজী শামীমকে দেখতে হাসপাতালে ছুটে যান। আজ দুপুরে এই হামলার প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা জড়ো হয় আমাদের কুমিল্লা অফিসে।

এসময় তাৎক্ষনিক প্রতিবাদ হিসেবে কান্দিরপাড়ে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়। এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে কাজী শামীমের পরিচয়পত্র ও ক্যামেরাসহ ছিনতাইকৃত মালামাল ফিরিয়ে দেওয়ার দাবী জানানো হয়। এবং এমন ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে তা দেখার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়। দৈনিক আমাদের কুমিল্লা-
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।