হেটে যাওয়ার সময় একদলা কফ সমৃদ্ধ থুথু ফেলা কিংবা জনগনের সামনেই গোপনাংগ চুলকানোর মধে যে অসভ্যতার আভাস পাওয়া যায় তা আমরা বাংগালীরা কজন বুঝি। আবার নোংরা কাপড় পরা বা বাসের সহযাত্রীকে অকাতরে ঘামের কুবাস দিয়ে যাওয়া যে সভ্যতাজ্ঞানের অভাব তাই বা কজনার বোধে আসে।
সভ্য দুনিয়ার দিকে তাকালে দেখবো মানুষ কত পরিপাটি জীবন যাপন করে। বাড়িঘর, রাস্তাঘাট, অফিস আদালত সবকিছুই ঝকঝকে তকতকে। আর আমরা যেখানে খাই, সেখানে থুথু ফেলি আবার সেখানেই হিশু কোরতে আমাদের বাঁধে না।
তাদের থেকে আমাদের ফারাক হল আমরা নিজেকে সুন্দর রাখতে জানিনা। ইহাকে যদি বলেন শিক্ষার অভাব, মানব না কারণ অনেক শিক্ষিত লোককেইতো দেখি সভ্যতার তোয়াক্যা করেন না। যখন দেখি কোনো বড় নেতা টিভিতে বিব্রিতি দিচ্ছেন ঠোটের কোনে ফেনিল থুথু নিয়ে, তিনি কি বোঝেন জানিনা যখন দেখি দর্শক রিমোট খোঁজে চ্যনেল বদলানোর জন্য।
যখন কোথাও লেখা দেখি "যেখানে সেখানে থুথু ফেলিবেন না" বা "ভদ্রতা বজায় রাখুন" আমরা আসলে পড়ার চেয়ে বেশী কতটুকু feel করি।
আমাদের এই বোধের অভাবকে মানসিক ব্যাধি জ্ঞান করি এবং আল্লাহর কাছে প্রার্থণা করি যেনো তিনি আমাদের আশু রোগমুক্তি দেন।
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।