সুখীমানুষ
না এসেই যে গেল চলে
ফিরাবো তারে কিসের ছলে?
গেল যে ভুলে মনে না নিয়ে
মনে করাবো তারে কি দিয়ে!
আমার আসে শাওন
আমার আসে বিরহী মাঘ নিশী দীঘল,
আমার আছে জল
আমার অরব আঁখি অল্পতেই সজল।
যোগই হলোনা মনে
অভিযোগ আর করি কেমনে?
তাই আছি আমারে লয়ে
নয়ন নিশীথে ঝরে যায় যাক ক্ষয়ে।
৪-১১-০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।