আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গেলে তুমি.....................



এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে বুঝিনি আমি যখন বুঝেছি তখন হয়ে গেছে বড্ড্ বেশী দেরী, নিজেকে সান্তনা দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছি আমি কিছুই বলার কথা অবিশিষ্ঠ নেই আর। । এতো জলদি তো হারিয়ে যাবার কথা ছিল না তোমার তবে কেনো এতা উদাসিনতা, এতো অবহেলা এতো অবঙ্গা বলবে কি আমায়। । কি সুখ পেলে কাউকে স্বপ্নের ভেলায় ভাসিয়ে তাকে ছুড়ে ফেলে দিলে আবার এই নোংড়া পৃখিবীতে কেনো দিলে উপহার এক কষ্ট আর একাকী জীবন?? কোন কি প্রতিশোধ নেয়ার জন্য করলে এই অভিনয়টুকু আর তার বলি হলেম আমি আর আমার ভালোবাসা।

। কতো স্বপ্ন, কতো প্রতিশ্রুতি সবই কি ছিল শুধুই অভিনয়? আসলেই কতো বোকা আমি, বার বার ধোকা খেয়েও কতো অবিলিলায় করেছিলাম তোমায় বিশ্বাস তাইতো বুঝিনি সবাই তো একই হয়। । যে কষ্টকে সাথী করে কাটায় জীবন তাকে তুমি আর কি কষ্ট দিবে?? সেতো তার সব সুখ তোমাকে দিয়েছে উপহার। ।

এভাবে আর কাউকে বেসোনা ভালো যে ভালোবাসায় থাকে কষ্ট আর বেদনা করো না অভিনয় কারো সাথে আর করোনা কারো ভালোবাসাকে এতা বড় অপমান। । বিধাতার কাছে শুধু একটাই প্রশ্ন বার বার কেনো পেতে হয় এতো কষ্ট? কেনো কঠিন করে বানালে না আমায় ছুতে পারতোনা তাহলে কোন কষ্ট আর। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.