আমাদের কথা খুঁজে নিন

   

অপহরনকারীর উপযুক্ত বিচার চাই

লিন্কন

অপহরন একটি ভয়াবহ ঘটনা যা ভুক্তভোগি এবং এর পরিবার নানারকম হয়রানির সম্মূখীন হয় । সন্ত্রাসীরা বিভিন্ন পরিবারের তথ্য নিয়ে অপহরন কর্মটি করে এবং মোটা অংকের মুক্তিপণ দাবী করে । সময়মতো টাকা না পেলে হত্যা কিংবা গুম করে ফেলা তাদের একমাত্র পথ । --------------------কিছু সাংকেতিক ভাষা তারা ব্যবহার করে । --------- চট্টগ্রাম এ ১৫ দিন আগে নবম শ্রেণীর স্কুল ছাত্র জাবেদেক উ এমন ভাবে অপহরন করা হয়েছিল।

পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর তৎপরতার কারনে সৌভাগ্য বসত উদ্ধার করা হয় । কিন্তু অধিকাংশই অপহরনকারী ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় । অপহরনকারী ধরা পড়লেউ আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় । =================== যেমনটি হয়েছিল চট্টগ্রাম এ জামাল উদ্দীন অপহরন এরক্ষেত্রে। ============ আমরা চাই উপযুক্ত বিচার ।

অপহরনকারী বের হয়ে আবার আরেকটি পরিবারের ঘুম হারাম করবে এমন বিচার চাইনা । =============উপযুক্ত বিচারই একমাত্র অপহরন এর মত জঘন্য অপরাধ বন্ধ করতে পারে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.