ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
স্মৃতিময়ী তোমায়, পড়ছে মনে
নিরিবিলি রাত্রির, পড়ন্ত ক্ষণে
স্মৃতিগুলো মন, ভাবছে কেবল
আঁখি পল্লবে আজ, প্লাবনের ঢল
জলের ধারায় হেথা, ভেসে যায় দুখ
সুখ ফোয়ারায় যেথা, ভরা ছিল বুক
আজ চারিধারে শুধু, থই থই জল
বিষ বেদনার কাঁদা, করে টলমল
কুয়াশার গভীরে, ডুব দিয়ে মন
খাবি খায় একা একা, বহু নিরজন
স্বপ্নেরা ফিস ফিস, কানাকানি করে
হৃদয় উঠানে সব, পাতাগুলো ঝরে
নীরবে নিভৃতে বুক, ধূসর বিরাণ
আত্মাটা গেয়ে যায়, দুঃখের গান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।