মাঝে সপ্তাহখনেকের জন্য চিয়াং মাই যেতে হয়েছিল, তাই ব্লগ দেখতে বা লিখতে পারি নি। ২০১১ সনে এশিয়া-ওশেনিয়া কংগ্রেস অফ মেডিকেল ফিজিক্স বাংলাদেশে করার জন্য জাপান, সিঙ্গাপুর ও অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে গিয়েছিলাম এবারকার কংগ্রেসে। জাপান এটি পেল। দু:সাহসই বলতে গেলে, তবুও আমরা যে তৈরী হচ্ছি তা জানান দেয়ার জন্য যাওয়াটা জরুরী ছিল। । তবে আমাদের মৌলিক ধারণায় 'ডেভেলপমেন্ট অফ ইনডিজেনাস ক্যাপাবিলিটি ইন মেডিকেল ইনষ্ট্রুমেন্টেশন' নামে একটি ওয়ারজকশপ ২০১০ এর শেষ দিকে করতে চাচ্ছি যেখানে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আসতে আমন্ত্রণ জানানো হবে। সবাইকে কম্পিউটারাইজড ইন্টারফেস সহ একটি ইসিজি যন্ত্র বানানো ও তার বাণিজ্যিক বিপণন করতে শেখাব - এ পরিকল্পনা। অষ্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে সাপোর্ট দেয়ার ব্যাপারে। সবার দোয়া প্রার্থী - আমরা এ বিষয়ে তৃতীয় বিশ্বে হয়ত একটি নেতৃত্ব দিতে পারব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।