আমাদের কথা খুঁজে নিন

   

মাসাকাদজা : পার্শ্ব মহানায়ক ?



জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা পুরো দলেই এক অনন্য ব্যতিক্রম। প্রথম ম্যাচে তো ওরাই জয়ী। এর পর বাংলাদেশের মহানায়কদের ভিড়েও এই অসাধারণ সংসপ্তকের একক লড়াই ক্রিকেটপ্রেমিক যে কোন দর্শকের মন জয় করতে সক্ষম। ক'দিন আগেই কেনিয়ার বিপক্ষে একক সিরিজে ব্যাক্তিগত স্কোরের বিশ্বরেকর্ডটি করেছেন তিনি। দোর্দণ্ডপ্রতাপ ওয়েস্ট ইণ্ডিজের বিপক্ষে ''স্কুল বালক'' হ্যামিল্টন মাসাকাদজা অভিষেক টেস্টেই সেঞ্চুরী করেছিলেন।

কালকের ম্যাচে ওদের ৭ ব্যাটসম্যান মিলে করেছেন ২৪ রান ! মাসাকাদজা একাই ৮৪ ! এখানেই শেষ নয়, ২০০৯ সালে প্রথম জিম্বাবুইয়ান হিসাবে তিনি এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করার গৌরব অর্জন করলেন। গতকাল পর্যন্ত ২৩ ম্যাচে ৩টি সেঞ্চুরী ( গত আগস্টে ১০২ রান করে বাংলাদেশকে হারান। বাকী দুটি কেনিয়ার বিপক্ষে ১৫৬ ও অপরাজিত ১৭৮)আর ৫টি হাফ সেঞ্চুরীসহ ১০৬৪ রান করেছেন। অসি অধিনায়ক রিকি পন্টিংই শুধু তাঁর চেয়ে এগিয়ে আছেন। তিনি এমন এক দলে খেলছেন তাঁর সব সংগ্রামই ব্যক্তিগত সাফল্যে আটকে যাচ্ছে দলীয় সহযোগ না পেয়ে।

তিনি মহানায়ক না হয়ে হয়ে থাকছেন পার্শ্বনায়ক ! এতো অসাধরণ সব অর্জনের পর তাকে নায়ক বললে কিছুই বোঝায় না। তাই ডাকলাম ''পার্শ্ব মহানায়ক''। আপনাকে অভিবাদন হ্যামিল্টন মাসাকাদজা !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.